ফার্মাসিস্টদের দশম গ্রেড দেয়ার দাবি

একইসাথে সুলভমূল্যে গুণগত মানসম্পন্ন সেবা নিশ্চিত করে গণমানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন ফার্মাসিস্টরা।

নিজস্ব প্রতিবেদক
ফার্মাসিস্টদের সমাবেশ
ফার্মাসিস্টদের সমাবেশ |নয়া দিগন্ত

দশম গ্রেড থেকে চাকুরি শুরু এবং উচ্চ শিক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন ফার্মাসিস্টরা। একইসাথে সুলভমূল্যে গুণগত মানসম্পন্ন সেবা নিশ্চিত করে গণমানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ফার্মাসিস্টদের সমাবেশে বক্তারা এসব দাবি জানান।

রাজধানীর মহাখালীসহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নাসির আহমেদ রতন।

এতে প্রধান অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কোষাধ্যক্ষ ডা: মেহেদী হাসান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন কমিশনার আবুল কালাম আজাদ, এমট্যাব কেন্দ্রীয় সভাপতি এ কে এম মুসা লিটন, মহাসচিব বিপ্লবুজামান বিপ্লব, শিক্ষক সমিতির মহাসচিব আইনুল হক।

সমাবেশটি সঞ্চালনা করেন বিপিএ সদস্য সচিব জসীমউদ্দীন।