ড. আব্দুর রহমান

কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে এগিয়ে যাবে বাংলাদেশ

‘এআই শুধু প্রযুক্তি নয়, এটি এখন বিশ্ব অর্থনীতি ও উন্নয়নের চালিকাশক্তি। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে এআই প্রয়োগের বিশাল সুযোগ রয়েছে। পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে দেশটি প্রযুক্তিনির্ভর অর্থনীতির নতুন দিগন্তে পৌঁছাতে সক্ষম হবে।’

মাহবুব আলী খানশূর, লন্ডন (যুক্তরাজ্য)
মতবিনিময় শেষে ড. আব্দুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিবিসিসিআই’র নেতারা
মতবিনিময় শেষে ড. আব্দুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিবিসিসিআই’র নেতারা |নয়া দিগন্ত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করে সৌদি আরবের ইউনিভার্সিটি অব প্রিন্স মুগরিন-এর সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেনসিক কম্পিউটিং বিভাগের প্রধান ড. মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন, মানুষের পরিবর্তে প্রায় সবক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জায়গা করে নিচ্ছে। বিশ্বের উন্নত দেশগুলোতে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্যের প্রতিটি খাতে এআই প্রযুক্তি এখন অপরিহার্য হয়ে উঠেছে। বাংলাদেশও যদি উন্নয়নের ধারায় এ প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারে, তবে দেশের অগ্রযাত্রা বহুগুণে ত্বরান্বিত হবে। এমনকি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় টিকে থাকতে এআই ব্যবহার এখন আর বিলাসিতা নয়, বরং সময়ের দাবি।

সম্প্রতি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) লন্ডন রিজিওনের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. মোহাম্মদ আব্দুর রহমান বলেন, ‘এআই শুধু প্রযুক্তি নয়, এটি এখন বিশ্ব অর্থনীতি ও উন্নয়নের চালিকাশক্তি। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে এআই প্রয়োগের বিশাল সুযোগ রয়েছে। পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে দেশটি প্রযুক্তিনির্ভর অর্থনীতির নতুন দিগন্তে পৌঁছাতে সক্ষম হবে।’

ড. আবদুর রহমান বাংলাদেশী বংশোদ্ভূত সৌদি নাগরিক। গবেষণা ও প্রযুক্তি খাতে তার বিশেষ অবদানের জন্য সৌদি সরকার তাকে নাগরিকত্ব প্রদান করে বিশেষ সম্মাননা দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার একজন স্বনামধন্য ও কৃতি বিজ্ঞানী হিসেবে সমাদৃত।

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) লন্ডন রিজিওনের আয়োজনে ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ এবং পরিচালনা করেন লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট মনির আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াত নুরুজ্জামান, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি রহমত আলী প্রমুখ।

লন্ডন রিজিওনের পক্ষে বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলম, ট্রেজারার মো: মাহবুবুল আলম খান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি আবু সুফিয়ান ঝিলম, মেম্বারশিপ সেক্রেটারি সোয়েব কবীর, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো: আব্দুল্লাহ মামুন, স্পোর্টস সেক্রেটারি আব্দুল আনোয়ার খানসহ অনেকে।

বক্তারা বলেন, ‘ড. মোহাম্মদ আব্দুর রহমান আন্তর্জাতিক পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় একজন গুণী ও খ্যাতিমান বিজ্ঞানী। তার অভিজ্ঞতা ও জ্ঞান বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।’

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, ড. আবদুর রহমানের মতো মেধাবী গবেষক ও প্রযুক্তিবিদরা বাংলাদেশী প্রবাসীদের সাথে মিলে কাজ করলে দেশের প্রযুক্তিনির্ভর অর্থনীতির পথ আরো উজ্জ্বল হয়ে উঠবে।’