মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

এ উপলক্ষে শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো ট্রফি উন্মোচন, জার্সি বিতরণ ও টুর্নামেন্টের সূচি ঘোষণা অনুষ্ঠান।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আয়োজকরা
টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আয়োজকরা |নয়া দিগন্ত

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের বহুল প্রতীক্ষিত টুর্নামেন্ট ‘বিডি এক্সপ্যাট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫’ আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো ট্রফি উন্মোচন, জার্সি বিতরণ ও টুর্নামেন্টের সূচি ঘোষণা অনুষ্ঠান।

অনুষ্ঠানের আয়োজন করে বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস ও বাংলাদেশ ফুটবল ক্লাব (বিডিএফসি), মালয়েশিয়া।

এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি মো: সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক আলী আজগর মিলন, সহ-সভাপতি মবিন ভূঁইয়া, রাফিজ রহমান রাসেল ও সোহাগ আহমেদ টুর্নামেন্ট পরিচালক মো: হাফিজুর রহমান লিমন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য মো: মিজান, জাহিদ খান, শাহজাহান খান, মো: রফিক, অপু রায়হান, বিডিএফসি’র অধিনায়ক মো: ইকবাল হোসেন, স্পন্সর প্রতিষ্ঠান এসএফএম মাজু এন্টারপ্রাইজের প্রতিনিধি ইউনুস খানসহ অংশগ্রহণকারী ১৬ দলের অধিনায়ক ও প্রতিনিধিরা।

অনুষ্ঠানে লটারির মাধ্যমে টুর্নামেন্টের গ্রুপ বিভাজন ও ম্যাচ সূচি প্রকাশ করা হয়, যা অংশগ্রহণকারী দলের অধিনায়কদের উপস্থিতিতে স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, ‘এই টুর্নামেন্ট শুধু একটি প্রতিযোগিতা নয় বরং প্রবাসী বাংলাদেশী সমাজের মিলনমেলা। ক্রিকেটের মাধ্যমে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়াই এর মূল উদ্দেশ্য।’

অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালক মো: হাফিজুর রহমান লিমন উপস্থিত অধিনায়কদের টুর্নামেন্টের নিয়মকানুন, ম্যাচ ফরম্যাট ও প্রয়োজনীয় নির্দেশনা তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, ‘সুষ্ঠু ও স্বচ্ছ টুর্নামেন্ট আয়োজনের জন্য অধিনায়কদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মাঠে ও মাঠের বাইরে শৃঙ্খলা রক্ষা, আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেয়া এবং ন্যায্য খেলার মানসিকতা বজায় রাখা সবার জন্য বাধ্যতামূলক।’

আজকে ট্রফি উন্মোচন, জার্সি বিতরণ ও ফিক্সচার ঘোষণার মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উচ্ছ্বাস শুরু হলো।

আয়োজক কমিটির পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয় যাতে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করা যায়।