প্রবাসীদের অধিকার বঞ্চিত রেখে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুফতি ফয়জুল করিম।
রোববার (৩ আগস্ট) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জি-টাওয়ার অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখা আয়োজিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে উলামায়ে কেরাম, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুফতি ফয়জুল করীম বলেন, ‘রক্ত ছাড়া যেমন মানুষের প্রাণ বাঁচানো যায় না তেমনই প্রবাসীদের দূরে ঠেলে রেখে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সুতরাং প্রবাসীদের জন্য সত্যিকারের কল্যাণ নিয়ে ভাবতে হবে।’
কনফারেন্সের শেষ অধিবেশনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার উদ্যোগে জুলাই বিপ্লবে আহতদের সুস্থতা ও নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলেও তিনি অংশ নেন।
মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘জুলাই আন্দোলন কোনোক্রমে ব্যর্থ হলে অন্য দলের জন্য সেইফ এক্সিট থাকত। কিন্তু ইসলামী আন্দোলনের কোনো সেইফ এক্সিটের সুযোগ ছিল না। কারণ আমরা দলীয়ভাবেই জুলাই আন্দোলনে রাজপথে ছিলাম।’
প্রথম অধিবেশন কনফারেন্সের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি আমিরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি গাজি আবু হোরায়রা।
শেষ অধিবেশনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার আহ্বায়ক তৌফিকুর রহমান মাহফুজের সভাপতিত্বে সেশনটির সঞ্চালনা করেন ওমর ফারুক সৈকত। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য, বশির ইবনে জাফর।
এছাড়া কনফারেন্সে শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মাদ মেহেদী মাসুদ, রাজনীতিবিদ মো: এনামুল হক, আলমগীর চৌধুরী আকাশ, মাওলানা তাকি উল্লাহ উপস্থিত ছিলেন।
এছাড়া ভিপি বশির ইবনে জাফর, হাফেজ আব্দুল করিম, মাওলানা হিফজুর রহমান জামিল, ব্যবসায়ী মাহির ফয়সাল, মাওলানা আব্দুর রহিম, আর এম রুবেল আহমেদ ও বাংলাদেশী ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া শাখার ঊর্ধ্বতন নেতারা বক্তব্য দেন।