মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও প্রবাসীদের পোস্টাল ভোটে উদ্বুদ্ধকরণে আলোচনা সভা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও পোস্টাল ভোটে প্রবাসীদের উদ্বুদ্ধকরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
বিএনপির দোয়া ও প্রবাসীদের পোস্টাল ভোটে উদ্বুদ্ধকরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
বিএনপির দোয়া ও প্রবাসীদের পোস্টাল ভোটে উদ্বুদ্ধকরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে |নয়া দিগন্ত

মালয়েশিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও পোস্টাল ভোটে প্রবাসীদের উদ্বুদ্ধকরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, সহ-সভাপতি তালহা মাহমুদ, আব্দুল জলিল লিটন, ড. এস এম রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ, ফজলুল করিম সোহরাব, মোয়াজ্জেম হোসেন নিপু, কাজী সালাহ উদ্দিন, দফতর সম্পাদক মো: আমিনুল ইসলাম রতন, পেনাং/কেডাহ বিএনপির এমদাদ হোসেন, কেলাং বিএনপির জাকির হোসেন, মালয়েশিয়া বিএনপির সদস্য মো: জসিম উদ্দিন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মিনহাজ মন্ডল, জাসাস থেকে আসাদুজ্জামান মাসুম, স্বেচ্ছাসেবক দলের হেলাল শিকদার প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: ফরিদ মিয়া, এম এ কালাম, সুলতান বিন সিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, আবু সাঈদ বাবু, কবির উদ্দিন পাঠান, বদিউজ্জামান বেদন, আব্দুল্লান আল মাহমুদ রাসেদ, খন্দকার মনিরুল ইসলাম, শাহিন মাতুব্বর আবুল বাশার, জাহিদ হোসেনসহ দলের নেতাকর্মীরা।

এ সময় খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।