মালয়েশিয়ায় প্রেমিকের পুরুষাঙ্গ কাটার দায়ে বাংলাদেশী নারী গ্রেফতার

‘তার মালয়েশিয়ান প্রেমিক নিজ দেশেরই একজন নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। প্রেমিকের বিয়ের বিষয়টি জানার পর ক্ষোভে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।’

আশরাফুল মামুন, মালয়েশিয়া
প্রতীকী ছবি

মালয়েশিয়ায় প্রেমিকের পুরুষাঙ্গ কাটার দায়ে ইস্কান্দার পুতেরি এলাকায় ৩৪ বছর বয়সী বাংলাদেশী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

তবে ওই নারীর নাম-পরিচয় প্রকাশ করেনি মালয়েশিয়ান পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম সিনার হারিয়ান।

সিনার হারিয়ানের তথ্য অনুযায়ী, পুরুষাঙ্গ কাটার কারণ হিসেবে ওই বাংলাদেশী নারী পুলিশকে বলেছেন, ‘তার বাংলাদেশী প্রেমিক নিজ দেশেরই একজন নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। প্রেমিকের বিয়ের বিষয়টি জানার পর ক্ষোভে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।’

ইস্কান্দার পুটেরি ওসিপিডি সহকারী কমিশনার এম. কুমারাসন বলেন, ‘৮ অক্টোবর সকাল ১১টার দিকে পুলিশ একজন মালয়েশিয়ান ব্যক্তির কাছ থেকে ঘটনার তথ্য পাওয়ার পর অভিযুক্ত বাংলাদেশী নারীকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি বলেন, ‘ভুক্তভোগীকে চিকিৎসার জন্য জোহর বারুর সুলতানাহ আমিনাহ হাসপাতালে (এইচএসএ) নেয়া হয়েছে।’

এসিপি কুমারাসন আরো বলেন, ‘সন্দেহভাজন ৩৪ বছর বয়সী বাংলাদেশী নারীকে বুধবার দুপুর ১২টার দিকে গ্রেফতার করা হয়। তার কোনো অপরাধমূলক রেকর্ড নেই। মাদক পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। ঘটনাস্থল থেকে ২৯ সেন্টিমিটার লম্বা একটি ছুরি জব্দ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সন্দেহভাজন ওই নারীকে ১৩ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। দণ্ডবিধির ৩২৬ ধারা এবং ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৬(১)(গ) ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে।’