নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদকের মৃত্যুতে মালদ্বীপ প্রবাসী সাংবাদিক ফোরামের শোক

‘আলমগীর মহিউদ্দিন ছিলেন দেশ, জাতি গঠন ও অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী এক সাহসী সাংবাদিক। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।’

ওমর ফারুক, মালদ্বীপ
মালদ্বীপ প্রবাসী সাংবাদিক ফোরাম
মালদ্বীপ প্রবাসী সাংবাদিক ফোরাম |সংগৃহীত

নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে মালদ্বীপ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

শনিবার (২৩ আগস্ট) রাতে এ শোক প্রকাশ করেন সাংবাদিক ফোরামের নেতারা।

বর্ষীয়ান এ সাংবাদিক নেতার মৃত্যুতে মালদ্বীপ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও নিউজ২৪-এর প্রতিনিধি এমরান হোসেন তালুকদার, সহ-সভাপতি ও ওয়ান নিউজ বিডির প্রতিনিধি রবিউল আলম, সাধারণ সম্পাদক ও সময় টিভি এবং দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ওমর ফারুক খোন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও জি’টিভির প্রতিনিধি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক ও প্রবাস মেলার প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি সোহেল রানা, কোষাধ্যক্ষ ও দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি আনোয়ার হোসেন রাজু প্রমুখ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

শোক বাণীতে সাংবাদিক নেতারা বলেন, ‘মরহুম আলমগীর মহিউদ্দিন ছিলেন দেশ, জাতি গঠন ও অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী এক সাহসী সাংবাদিক। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার বলিষ্ঠ ক্ষুরধার লেখনীর মাধ্যমে দেশ জাতি অনেক উপকৃত হয়েছে। লেখনীর মাধ্যমে জাতি গঠনে তার যে ভূমিকা দেশের মানুষ কখনো তা ভুলবে না। আল্লাহ যেন তার সমস্ত নেক আমল কবুল করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন আমিন।’