প্রবাসী ভোটারদের জন্য ডাকসেবা সহযোগিতা দিতে প্রস্তুত মালদ্বীপ

বৃহস্পতিবার মালদ্বীপ পোস্ট অফিস কক্ষে বাংলাদেশ হাইকমিশন ও দেশটির পোস্ট কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ ঐকমত্য তৈরি হয়।

ওমর ফারুক, মালদ্বীপ
বাংলাদেশ হাইকমিশন ও দেশটির পোস্ট কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক
বাংলাদেশ হাইকমিশন ও দেশটির পোস্ট কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক |নয়া দিগন্ত

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ভোটারদের জন্য দেশটি থেকে ডাকসেবা আরো সহজ ও কার্যকর করার বিষয়ে একমত হয়েছে ঢাকা ও মালে। এছাড়া দু’দেশের মধ্যে ডাকসেবা সহযোগিতা জোরদার করার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মালদ্বীপ পোস্ট অফিস কক্ষে বাংলাদেশ হাইকমিশন ও দেশটির পোস্ট কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ ঐকমত্য তৈরি হয়।

এ সময় সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন হাইকমিশনারের পারসোনাল অফিসার মো: হাবিবুর রহমান।

বৈঠকের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম ও মালদ্বীপ পোস্ট অফিসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শফিক। এ সময় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মো: সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে হাইকমিশনার মালদ্বীপ পোস্টের সার্বিক কার্যক্রম, সেবা কাঠামো, দ্বীপভিত্তিক শাখা কার্যক্রম ও ব্রাঞ্চবিহীন দ্বীপে অ্যাজেন্টভিত্তিক ডাকসেবা সম্পর্কে জানতে চান। তিনি বাংলাদেশের জাতীয় নির্বাচনের পোস্টাল ব্যালট প্রক্রিয়া ও তা প্রবাসী ভোটারদের কাছে পৌঁছে দেয়ার গুরুত্ব তুলে ধরেন।

প্রত্যুত্তরে মালদ্বীপ পোস্টের ব্যবস্থাপনা পরিচালক তাদের লজিস্টিক নেটওয়ার্ক, ই-কমার্স ও অ্যাজেন্সি ভিত্তিক সেবা এবং মালে শহরে তাদের ৬টি আউটলেটসহ সারাদেশে বিস্তৃত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান।

তিনি উল্লেখ করেন যে মালদ্বীপ পোস্টে ২৮০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী রয়েছে ও অ্যাজেন্টসহ এ সংখ্যা প্রায় দ্বিগুণ।

এ সময় মালদ্বীপ পোস্ট নিশ্চিত করেছে যে ব্যালট পেপার পৌঁছানোর পর প্রবাসী বাংলাদেশী ভোটারদের এসএমএস ও ফোন কলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জানানো হবে এবং ব্যালট বিতরণ সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। এছাড়া ভোটাররা রাত ৯টা পর্যন্ত রিটার্ন ব্যালট জমা দিতে পারবেন।

এ সময় হাইকমিশনার বাংলাদেশ পোস্ট অফিস ও মালদ্বীপ পোস্ট অফিসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব করেন, যা দুই দেশের ডাক প্রশাসনের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা, ডাকসেবা উন্নয়ন ও ডিজিটাল ডাক ব্যবস্থা শক্তিশালী করতে সহায়ক হবে। মালদ্বীপ পোস্ট এ প্রস্তাবকে স্বাগত জানায় এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয়।

আলোচনায় দুই পক্ষ ভবিষ্যতে ডিজিটাল পোস্ট সিস্টেম, প্রযুক্তিগত বিনিময় ও আধুনিক ডাকসেবা উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করে।

বৈঠকের সমাপনীতে উভয় পক্ষ একমত হয় যে বাংলাদেশ পোস্ট ও মালদ্বীপ পোস্ট বিভিন্ন সহযোগিতার মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করবে। প্রবাসী বাংলাদেশী ও মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে নিশ্চিত করতে মালদ্বীপ পোস্ট, বাংলাদেশ হাইকমিশনকে নিয়মিত আপডেট ও সমন্বয় করবে।

বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উভয়ে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে।