মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটির গোমবাগের সেন্ট্রাল মসজিদে শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ওই দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ জানাজা সম্পন্ন হয়।
জানাজা পরবর্তী দোয়া মাহফিলে শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত কবুলের জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।
উপস্থিত প্রবাসীরা জানায়, শহীদ শরীফ ওসমান বিন হাদী ছিলেন একজন দেশপ্রেমিক ও ত্যাগী প্রাণ। তার এ মহিমান্বিত মৃত্যু দেশের তরুণ সমাজের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রবাসী বাংলাদেশীরা দেশের জন্য তার এ আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আল্লাহ যেন তাদের এ শোক সইবার ধৈর্য দান করেন, সে প্রার্থনা করেন।



