মালয়েশিয়ার কারাগারে দীর্ঘদিন ধরে আটক রয়েছেন বাকশক্তিহীন এক বাংলাদেশী প্রবাসী। কথা বলতে না পারায় তার পূর্ণাঙ্গ নাম ঠিকানা জানতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার পরিচয় শনাক্তে সহায়তা করার জন্য কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে তার একটি ছবি পোস্ট করা হয় এক সপ্তাহ আগে।
বিষয়টি বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত হলে বাংলাদেশ হাইকমিশনে দেশের পাঁচটি ভিন্ন ভিন্ন স্থান থেকে ফোন আসে। তারা সবাই দাবি করছেন, ওই প্রবাসী বাংলাদেশী তাদের স্বজন। পরিচয় নিশ্চিত করতে দূতাবাস থেকে তাদের সবার কাছে যথাযথ ডকুমেন্টস ও পরিচয়পত্র চাওয়া হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রবাসী ব্যক্তির পরিচয় শনাক্তকরণে উপযুক্ত তথ্য-প্রমাণাদি হাইকমিশনের কাছে জমা পড়েনি। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত কাউন্সিলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম।
সম্প্রতি মালয়েশিয়ার জহুর বারুতে পেকান নানাস নামক ক্যাম্পে সেবা প্রদানকালে বাংলাদেশ হাইকমিশন ওই ব্যক্তির সন্ধান পায়। তিনি ওই ক্যাম্পেই আটক রয়েছেন।
জানা গেছে, অসুস্থতার কারণে তিনি কথা বলতে বা লিখতে পারেন না। ক্যাম্পে কার্ড যাচাই করে তার নাম বা অন্য কোনো তথ্য পাওয়া যায়নি। এ কারণে তাকে দেশে পাঠানোও সম্ভব হচ্ছে না।
কাউন্সিলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম বিষয়ে বলেন, ‘আমাদের কাছে ওই প্রবাসীর বিষয়ে বাংলাদেশের পাঁচটি ভিন্ন জেলা থেকে ফোন এসেছে। আমরা তার সঠিক পরিচয় নিশ্চিত করার জন্য তথ্য ও ডকুমেন্টস আহ্বান করেছি। এখনো কোনো যথাযথ ডকুমেন্টস আমরা হাতে পাইনি। বিষয়টি আমরা যাচাই-বাছাই করে দেখছি। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর নিয়মানুযায়ী তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’