ওমানে মোটরসাইকেল দুর্ঘটনায় চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা রেজাউল করিম নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টায় ওমানের সালালায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল মিরসরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো: মনছুর আহমদের ছেলে।
রেজাউল করিমের প্রতিবেশী জহির উদ্দিন জানান, দু’বছর আগে জীবিকার তাগিদে ওমান পাড়ি দেন রেজাউল করিম। শুক্রবার বিকেলে সালালায় মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তার লাশ এখন ওমানের একটি হাসপাতালে রয়েছে। লাশ দেশে আনতে আরো কয়েকদিন সময় লাগবে।
মিরসরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রহিম উদ্দিন বলেন, ‘আমার ওয়ার্ডের রেজাউল করিম ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শুনেছি।’



