ড. এনায়েতুল্লাহ আব্বাসী

তাকওয়াভিত্তিক সমাজ গঠন হলে দেশ দুর্নীতিমুক্ত হবে

‘বাংলাদেশে এখন বড় সমস্যা দুর্নীতি। যে সনদ হয়েছে তা বাস্তবায়ন না হওয়ার আশঙ্কা আছে। আর বাস্তবায়ন হলেও এ দেশ দুর্নীতিমুক্ত নাও হতে পারে। আমাদের দেশে রাজনৈতিকভাবে দুর্নীতিমুক্ত হওয়ার কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয় না।’

আশরাফুল মামুন, মালয়েশিয়া
বক্তব্য রাখছেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী
বক্তব্য রাখছেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী |ছবি : নয়া দিগন্ত

পবিত্র কোরআন-হাদীসে বর্ণিত তাকওয়াভিত্তিক জীবন, সমাজ ও রাষ্ট্র গঠন না হলে এই বাংলাদেশ কখনো দুর্নীতিমুক্ত হবে না এবং এখানে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন জৈনপুরীর পীর খ্যাত ড. এনায়েতুল্লাহ আব্বাসী।

রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ার বলরুমে বাংলাদেশী কমিউনিটি মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, আমরা রাজনৈতিক ব্যক্তি নই, তবুও কোরআন-হাদীসের আলোকে এ বিষয়ে কিছু বলার দায়িত্ব থেকে যায়। বাংলাদেশে এখন বড় সমস্যা দুর্নীতি। যে সনদ হয়েছে তা বাস্তবায়ন না হওয়ার আশঙ্কা আছে। আর বাস্তবায়ন হলেও এ দেশ দুর্নীতিমুক্ত নাও হতে পারে। আমাদের দেশে রাজনৈতিকভাবে দুর্নীতিমুক্ত হওয়ার কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয় না। দেশ একটা গভীর সঙ্কটে আছে।

ড. এনায়েতুল্লাহ আব্বাসী আরো বলেন, আমাদের মাঝে এরকমও আছে যে, ভুল করেও ক্ষমা চাইতে রাজি না, তওবা করতে চায় না, তওবা না করাটা শয়তানের উত্তরসূরীর কাজ। ডাক্তারের ভুল চিকিৎসা করলে রোগী মারা যায়। আর আলেম-ওলামাদের ভুল বক্তব্যের কারণে শ্রোতাদের ঈমান নষ্ট হয়। এজন্য সতর্ক থাকতে হবে।

এ সময় ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটির নেতা তালহা মাহমুদ, বিশেষ অথিতি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটির নেতা মো: সাখাওয়াত হোসেন, দাতু আ: জলিল লিটন, ড. এসএম রহমান তনু, ড. ওয়ালী উল্লাহ জাহিদ, মো: কাজী সালাউদ্দিন আহমেদ, মো: মির্জা সালাহউদ্দিন, মো: আ: রহিম ভুইয়া, বিএম নিয়াজ মাহমুদ নিপু, মো: দিদার সরকার ও বিএম রাসেল রানাসহ আরো অনেকে।