বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের আশু রোগমুক্তি কামনা করেছে যুক্তরাজ্যের লিডস বাংলাদেশী সেন্টারের প্রতিনিধিরা। একইসাথে ওই বিমান দুর্ঘটনায় নিহত ও আহত ছাত্র-ছাত্রী এবং শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সবাইকে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (২২ জুলাই) লিডস বাংলাদেশী সেন্টারের উদ্যোগে যুক্তরাজ্যের নর্থ ওয়েলসের লালন্দ ও রিল এ এক সামার ট্রিপের আয়োজন করা হয়। এতে অংশ নেন লিডস কমিউনিটির অর্ধশত প্রতিনিধি। এ সময় প্রতিনিধিদের উদ্দেশে দেয়া বক্তব্যে লিডস বাংলাদেশী সেন্টারের জেনারেল সেক্রেটারি জাহেদ আলী ও সাংবাদিক মাহমুদ আজহার সরকারের প্রতি ওই দাবি জানান।
এছাড়া ভবিষ্যতে আরো বড় পরিসরে সপ্তাহব্যাপী ইউরোপ ট্যুর ও সপরিবারে অংশ নেয়ার দাবিও তোলা হয়।
দিনব্যাপী ওই সামার ট্রিপে সকাল পৌনে ৯টায় লিডস থেকে নর্থ ওয়েলসের উদ্দেশে যাত্রা শুরু হয়। সড়কপথে প্রায় আড়াই ঘণ্টার যাত্রাপথে গাড়িতেই গান, গজল ও বক্তৃতা অনুষ্ঠান চলে।
সেন্টারের ডিরেক্টর আবুল আবেদীন ও জালাল উদ্দিনের প্রাণবন্ত উপস্থাপনা, ডিরেক্টর শাহ আবু বকরের ধারাবাহিক গজল, দিলওয়ার রহমান মুজিব ও আনোয়ার গণির গান ও গজলে সবাইকে বিমোহিত করে তোলে।
সার্বিক তত্ত্বাবধানে থাকা সেন্টার ডিরেক্টর বদর আহমেদ সফরসঙ্গীদের সর্বক্ষণ আপ্যায়নে ব্যস্ত ছিলেন।
সামার ট্রিপে অন্যদের মধ্যে অংশ নেন কাউন্সিলর আবদুল হান্নান, জিল্লু মিয়া, শরিয়ত উল্লাহ, আবদুল করিম, সানাউল হক সানু, আলফাজ মিয়া, আবুল খায়ের, দবির আহমেদ, জমশেদ মিয়া, আবদুল হাই, মুজাহিদ মিয়া, জুয়েল আহমেদ, আবদুল কালাম, সৈয়দ নান্নু মিয়া, কয়েস মিয়া, দিদার আহমেদ, ফজলুর রহমান, আহমেদ আলী প্রমুখ।