মালয়েশিয়ায় মসজিদ ইন্ডিয়াতে অভিযান, বাংলাদেশীসহ আটক শতাধিক

‘৭৫৮ জনকে তল্লাশি করা হয়েছে, যার মধ্যে ১৭১ জনকে অভিবাসন-সম্পর্কিত অপরাধের জন্য আটক করা হয়েছে।’

আশরাফুল মামুন, মালয়েশিয়া
গ্রেফতার অভিযান
গ্রেফতার অভিযান |সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম এলাকা মসজিদ ইন্ডিয়ার পাশে ইমিগ্রেশন বিভাগের অভিযানের পর শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১০টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পারিচালিত হয়।

ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বসরি ওথমান ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘৭৫৮ জনকে তল্লাশি করা হয়েছে, যার মধ্যে ১৭১ জনকে অভিবাসন-সম্পর্কিত অপরাধের জন্য আটক করা হয়েছে।’

‘তাদের বেশির ভাগই ভারত ও বাংলাদেশ ও কিছু ইন্দোনেশিয়ার নাগরিক।’

তিনি আরো বলেন, ‘বিদেশীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং উস্কানি দেয়ার ঘটনাও ঘটেছে। তবে বৃষ্টির কারণে ভবনগুলোর বাইরে তল্লাশি পরিচালনা করতে পারিনি।’

‘এমন কিছু লোকও ছিল যারা কর্মকর্তাদের তাদের দায়িত্ব পালনে বাধা দিয়েছিল,’ বলেন তিনি।

পর্যায়ক্রমে একই ধরনের অভিযান আবারো পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

তিনি উল্লেখ করেন, ‘তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও কর্মকর্তারা তল্লাশি করতে এলে কেউ কেউ গ্রাহক হওয়ার ভান করার চেষ্টা করেছিল।’

‘আমাদের কর্মীরা সকাল ১০টা থেকে পরিদর্শনের জন্য মাঠে ছিলেন।’

সংগৃহীত তথ্য ও অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে বলেও জানান ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বসরি ওথমান।