সমাজে অন্যায়-অত্যাচার ও ব্যাভিচার-পাপাচার বেড়ে যাওয়াই ভূমিকম্প সহ বিভিন্ন মানবিক বিপর্যয় ভয়ংকর রূপে দৃশ্যমান হচ্ছে। তিনি বলেন, ‘যারা ধর্মীয় গোঁড়ামি মুক্ত সম্প্রীতির সমাজ গঠনে ও আত্মশুদ্ধির মাধ্যমে পরিশুদ্ধ মানব জীবন সৃজনে নিজের জীবনকে উৎসর্গ করেছেন সে মহান অলি আউলিয়াগণের মাজার ও আস্তানা সমূহে মব সৃষ্টি করে একের পর এক হামলা ভাঙচুর নির্যাতন চালানো হয়েছে ‘
মালয়েশিয়াস্থ আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভাণ্ডারিয়ার কেন্দ্রীয় কমিটি আয়োজিত ইসলামিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাইজভান্ডার সুপ্রিম পার্টির চেয়ারম্যান বলেছেন, ‘আমরা সরকারকে বারবার সতর্ক করেছি উগ্রবাদী এই সকল শক্তিকে কঠোর হস্তে দমন না করলে পরিস্থিতি ভয়াবহ আকারে ধারণ করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, সরকার নিজেদের মসনদকে শক্ত করার জন্য এই সমস্ত চরমপন্থী বিপথগামীদেরকে আস্কারা দিয়েছে। যার কারণে গত দেড় বছরে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যদিকে জুলুম নির্যাতন ও পাপাচার বৃদ্ধি পাওয়ার কারণে আল্লাহর আরশ কেঁপে উঠছে।’
চট্টগ্রামের মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান আওলাদে রাসুল (দ.) হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী।
কুয়ালালামপুরের বুকিত বিনতাং এ মো আবু কাউছার ভূঁইয়ার সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উত্তর আফ্রিকার ঘানার বংশোদ্ভূত আমেরিকান ইসলামিক স্কলার, ড. শায়খ আহমদ তিজানী বিন ওমর, মারুফ অ্যান্ড মাসুম গোল্ডেন রোজের চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মাসুম, মোহাম্মদ সোহানুর রহমান, সিঙ্গাপুর আঞ্জুমান প্রতিনিধি খলিফা মোতাহার হোসেন মাইজভাণ্ডারী।
আরো উপস্থিত ছিলেন- মো: রাশেদ বাদল, মো: আবদুল রশিদ, মো: আব্দুল আজিজ মোল্লা, মো: জামাল হোসেন, এম এ মোমেন, জুয়েল তালুকদার, জাকারিয়া দেওয়ানসহ আরো অনেকেই মাহফিলে উপস্থিত ছিলেন।
আলোচনার পর সালাতু সালাম শেষে বিশ্ব মানবতার মুক্তি ও মুসলিম উম্মার ঐক্য-সংহতি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করা হয়েছে।



