মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেলের সাথে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ মিশনের পক্ষ থেকে বৈধ ভিসাধারী বাংলাদেশী নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান ও কোনো ধরণের হয়রানী না করারসহ অবৈধ কর্মীদের বৈধকরণ প্রক্রিয়ায়, বৈধ হওয়ার সুযোগ প্রদানের জন্য অনুরোধ জানান ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেলকে।

ওমর ফারুক, মালদ্বীপ
মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেলের সাথে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ
মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেলের সাথে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ |নয়া দিগন্ত

মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল আহমেদ ফাসিহ’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো: সোহেল পারভেজ।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে দেশটির ইমিগ্রেশন সদর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মিশনের কল্যাণ সহকারী জসীম উদ্দিন ও মালদ্বীপ ইমিগ্রেশনের ডেপুটি চিফ ইমিগ্রেশন অফিসার আলী সুনান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হাইকমিশনারকে স্বাগত জানিয়ে এসময় দেশটির ইমিগ্রেশন ধারা চলমান অভিযান, প্রফেশনালদের জন্য ডিপেন্ডেন্ট ভিসা, অবৈধ কর্মীদের বৈধকরণ,পরিবর্তিত পাসপোর্টের তথ্য অনুযায়ী ভিসা সংশোধনসহ দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের পরিবার বেড়াতে আসা বিষয় সহজীকরণ এবং পর্যটকদের ভিসা অন অ্যারাইভ্যাল, ডিটেনশন সেন্টারের সুযোগ সুবিধার বিষয়ে, উভয়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এছাড়াও বাংলাদেশ মিশনের পক্ষ থেকে বৈধ ভিসাধারী বাংলাদেশী নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান ও কোনো ধরণের হয়রানী না করারসহ অবৈধ কর্মীদের বৈধকরণ প্রক্রিয়ায়, বৈধ হওয়ার সুযোগ প্রদানের জন্য অনুরোধ জানান ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেলকে।

একইসময় মালদ্বীপে কর্মরত সকল প্রবাসী বাংলাদেশীকে দেশটির আইন মেনে চলে কাজ করার আহ্বান জানান ইমিগ্রেশন কর্তৃপক্ষ।