প্রথমবার অংশ নিয়েছে বাংলাদেশ নারী ভলিবল দল

মালদ্বীপে জমকালো আয়োজনে কাভা উইমেন্স কাপ-২৫ এর পর্দা উঠলো

মালদ্বীপে জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাজধানী মালে অবস্থিত সোশ্যাল সেন্টার ইনডোর স্টেডিয়ামে পর্দা উঠলো সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্ট 'কাভা উইমেন্স কাপ-২০২৫।

ওমর ফারুক, মালদ্বীপ
মালদ্বীপে জমকালো আয়োজনে কাভা উইমেন্স কাপ-২৫ এর পর্দা উঠলো
মালদ্বীপে জমকালো আয়োজনে কাভা উইমেন্স কাপ-২৫ এর পর্দা উঠলো |নয়া দিগন্ত

মালদ্বীপে জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাজধানী মালে অবস্থিত সোশ্যাল সেন্টার ইনডোর স্টেডিয়ামে পর্দা উঠলো সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্ট 'কাভা উইমেন্স কাপ-২০২৫।

সপ্তাহব্যাপী চলা এবারের কাভা উইমেন্স কাপ-২০২৫-এ প্রথমবারের মতো আন্তর্জাতিক এ টুর্নামেন্টে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দল এবং সেন্ট্রাল এশিয়ার স্বাগতিক দেশ মালদ্বীপ, আফগানিস্তান ও কিরগিজস্তান।

শনিবার (২০, ডিসেম্বর) সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ স্থানীয় সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের স্পোর্টস কমিশনার মোহাম্মদ থোলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলামসহ ভলিবল অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ লতিফসহ এবং কাভা সদস্য দেশগুলির ভলিবল অ্যাসোসিয়েশনের প্রধান কর্মকর্তারা।

উদ্বোধনী এ অনুষ্ঠানে স্পোর্টস কমিশনার ও সদস্য দেশগুলির ভলিবল অ্যাসোসিয়েশনের প্রধানদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন।এর পরপরই দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে রাত ৮.৪০ মিনিটে কাভা টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মালদ্বীপ এবং বাংলাদেশের নারী ভলিবল দল।

বাংলাদেশ টিম এ টুর্নামেন্টের প্রথম ম্যাচের-প্রথম সেটের বেশিরভাগ সময় লিড ধরে রাখতে সক্ষম হলেও একপর্যায়ে সাত পয়েন্টের ব্যবধানে হারতে হয় অধিনায়ক সাবিনা খাতুনের দলকে। পরের দুইটি সেট আত্মবিশ্বাসের সাথে সহজভাবে পয়েন্ট তুলে নেয় স্বাগতিক দল মালদ্বীপ। আর এতেই টানা তিন সেট হেরে যায় সাবিনা খাতুনরা।

এদিন দেশটির স্টেডিয়ামের ধারণক্ষমতার সব জায়গা জুড়েই প্রবাসী বাংলাদেশি দর্শকে পরিপূর্ণ ছিল।এ টুর্নামেন্টের দ্বিতীয় দিন আজ রাগে বাংলাদেশ মুখোমুখি হবে কিরগিজস্তানের বিপক্ষে এবং মালদ্বীপের মুখোমুখি হবে আফগানিস্তানের বিপক্ষে।

আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য, নারী ভলিবল দলকে উৎসাহিত,সমর্থন এবং সংহতি প্রকাশসহ তাদের নিষ্ঠা,দলবদ্ধতা এবং ক্রীড়া উৎকর্ষতা প্রত্যক্ষ করার জন্য দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশন।