খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়ায় দোয়া মোনাজাত

এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়ায় দোয়া মোনাজাত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়ায় দোয়া মোনাজাত |নয়া দিগন্ত

মালয়েশিয়ায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা কুয়ালালামপুরের চৌকিট এলাকার সুরাও বাইতুল মুকাররম মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ইকরামুল হক। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি তালহা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি ড. এস এম রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সূত্রাপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ ও চৌকিট শাখা বিএনপির প্রধান উপদেষ্টা সুমন চৌধুরী মিজান।

এছাড়া অনুষ্ঠানে আবুল বাশার আকন, মো: কামাল হোসেন, ইঞ্জিনিয়ার শাহজালাল, মো: জাহাঙ্গীর সরদার, মো: সুমন, মো: হুমায়ুন মাল, জসিম উদ্দিন, মোহাম্মদ ইসলাম, আল ইমরান, শাহিন আলম, মো: রিপন, আজিজুর রহমান, রফিক সরকার ও মিজান মজুমদারসহ দলের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।