বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তার দল নির্বাচনের কথা বলে ক্ষমতায় যাওয়ার জন্য নয় বরং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কুয়ালালামপুরের জি টাওয়ারের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। সঞ্চালনায় সহযোগিতায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন ও সহ-দফতর সম্পাদক হাবিবুর রহমান শিশির। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য দেন দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও এস এম রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নিপু, কাজী সালাহ উদ্দিন, দফতর সম্পাদক মো: আমিনুল ইসলাম রতন, সদস্য মো: জসিম উদ্দিন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল, সহ-সাধারণ সম্পাদক রমজান আলি, কেলাং বিএনপির সভাপতি মো: জাকির হোসেন, পুডু বিএনপির সভাপতি মো: মানিক, কাম্পং জাওয়া বিএনপি সভাপতি আবু সাইদ বাবুল, চৌকেট বিএনপি সভাপতি মো: মিজান, স্বেচ্ছাসেবক দলের হেলাল শিকদার, জাসাসের আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, যুবদলের বাদল কারার, নাসির মোল্লা ও আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক নেতা মাহফুজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের এম মোজাম্মেল হক প্রধান, মোশারফ হোসেন হৃদয়সহ অনেকে।
উপস্থিত ছিলেন এম এ কালাম, মো: হুমায়ুন, ইসমাইল মজুমদার, আনোয়ার হোসেন সেলিম, শাহজাহান হাওলাদার জাহাঙ্গির হাওলাদার, তারেক সালাম, স্বেচ্ছাসেবক দলের মারুফ এলাহি ও আল-ইমরান, মিরাজ মাঝি, রিকি রব্বানি, বাবু সরকার, ইসমাইল আকন্দসহ বিএনপির মালয়েশিয়ার শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।