খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপির দোয়া মাহফিল

রাজধানী মালের কামানা মালানের অডিটোরিয়ামে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি মালদ্বীপ শাখার নেতাকর্মীরা।

ওমর ফারুক, মালদ্বীপ
মালদ্বীপ বিএনপির দোয়া মাহফিল
মালদ্বীপ বিএনপির দোয়া মাহফিল |নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মালদ্বীপে কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রাতে রাজধানী মালের কামানা মালানের অডিটোরিয়ামে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি মালদ্বীপ শাখার নেতাকর্মীরা।

দলটির মালদ্বীপ শাখা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলামের সঞ্চালনায় এ স্মরণ সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

এরপর বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন নেতাকর্মীরা। একই সাথে তার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করেন দলটির ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।

স্মরণ সভায় সভাপতি মো: খলিলুর রহমান বলেন, ‘বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও সাংগঠনিক মূল্যবোধ পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।’

একইসাথে বেগম খালেদা জিয়ার আদর্শ ও তার দেখানো পথ ধরে দেশকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভুমিকা নেয়ারও আহ্বান জানান তিনি।

এই মহীয়সী নারীর মাগফিরাত কামনায় মালদ্বীপের জাতীয় মসজিদে গায়েবানা জানাজার নামাজ আদায়ের পর মসজিদ আল-জালালুদ্দিনে তিন দিনের খতমে কোরআন ও বিশেষ দোয়ারও আয়োজন করেন বিএনপি মালদ্বীপ শাখার নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন দলটির মালদ্বীপ শাখার সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া, বাবুল হোসেন, এমরান হোসেন, মো: ফারুক, মো: শাহ্ আলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহজী্, দফতর সম্পাদক ওমর ফারুক অনিক, সহ-দফতর আবদুল মান্নান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর নবী মানিক, প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি আলমগীর শিকদার, যুব নেতা আরিফুল ইসলাম, হাসেম সরকার, দেলোয়ার হোসেন ও আবু আহমেদ সেলিম মিয়া প্রমুখ।