মালয়েশিয়ায় ধর্ষণের অভিযোগে বাংলাদেশী যুবক রিমান্ডে

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সেরেমবান ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ফারহা সুলাইমান এ রিমান্ড আদেশ জারি করেন।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
মালয়েশিয়ায় ধর্ষণের অভিযোগে বাংলাদেশী যুবক রিমান্ডে
মালয়েশিয়ায় ধর্ষণের অভিযোগে বাংলাদেশী যুবক রিমান্ডে |প্রতীকী ছবি

মালয়েশিয়ার নিলাই জেলাতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৩১ বছর বয়সী বাংলাদেশী এক যুবককে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সেরেমবান ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ফারহা সুলাইমান এ রিমান্ড আদেশ জারি করেন।

আদেশ অনুযায়ী, ৯ থেকে শুধু হওয়া তার রিমান্ড চলছে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

নিলাই জেলা পুলিশ প্রধান জোহারি ইয়াহিয়া মঙ্গলবার গণমাধ্যম সিনার হারিয়ানে বলেন, একজন মা ভেবেছিলেন তার মেয়ের কেবল পেটে ব্যথা হচ্ছে, আসলে সে গর্ভবতী। যখন তার সন্তানকে চিকিৎসার জন্য এখানকার একটি ক্লিনিকে নিয়ে যান, তখন তিনি বিষয়টি জানতে পারেন। এরপর তিনি মে মাসে একটি মামলা দায়ের করেন। তিনি সন্দেহ করেন যে তার মেয়েকে একজন বাংলাদেশী সহকর্মী ধর্ষণ করেছে।

এর আগে, সোমবার বেলা ১১টা ৪৪ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্দেহভাজন বাংলাদেশী যুবককে গ্রেফতার করে পুলিশ।