প্রবাস কর্মী বশির উদ্দিন গত ১৫ দিন যাবত ব্রেইন স্ট্রোক করে মালদ্বীপের রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। তার বৈধ কোনো মালিকানা না থাকায়, চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে অসাধ্যকর ছিল। এ জন্য তাকে দেশে ফিরে দ্রুত উন্নত চিকিৎসা নিতে বিমান টিকেট দিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।
শনিবার (৭ জুন) বশির উদ্দিনের বৈধ কোনো কাগজপত্র না থাকায় দেশে যাওয়ার জন্য হাইকমিশন অফিস থেকে ফ্রি ট্রাভেল পারমিট ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে একটি বিমান টিকিট হস্তান্তর করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো: সোহেল পারভেজ। এ সময় অসুস্থ বশির উদ্দিনের দ্রুত সুস্থতা কামনাও করেন হাইকমিশনার।
অসুস্থ বশির উদ্দিনের দেশের বাড়ি ব্রাক্ষণবাড়ীয়া জেলার নবিনগর উপজেলায়। পরিবারের আর্থিক সচ্ছলতার লক্ষ্যে তিনি দশ বছর আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছেন। দেশটির বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিতে দীর্ঘদিন যাবত অবৈধভাবে কর্মরত ছিলেন তিনি।
রোববার ৮ জুন ফিটএয়ারে অসুস্থ বশির উদ্দিন বাংলাদেশে ফিরে গেছেন বলেও নিশ্চিত করেন বাংলাদেশ হাইকমিশন।