ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী হামলায় শহীদ পরিবার ও আহতদের মাঝে সাহায্য পৌঁছাতে হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার একটি প্রতিনিধি দল গত রোববার মিশরে পৌঁছেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) মিশরের কায়রো থেকে ৬০ কিলোমিটার দূরে ‘ছিত্তাহ আক্তোবার’ নামক স্থানে আহত ও শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করে দলটি।
একই দিন ফিলিস্তিনের গাজার খান ইউনুসে প্রায় দেড় হাজার পরিবারের জন্য রান্না করা খাবার দেয়া হয়।
এর আগে রোববার প্রথম দিন নেতৃবৃন্দ মিশরে পৌঁছে সেখানে অবস্থানরত ফিলিস্তিনের গাজায় আহত ৪০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেন। একইসাথে যুদ্ধে পা হারানো একজনকে হুইল চেয়ার উপহার দেন।
পরে সোমবার ৩০ শহীদ পরিবারের সন্তানদের মাঝে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করেন। একইসাথে আহত ৩ পরিবারকে নগদ অর্থ দেন।
এছাড়া প্রতিনিধি দল আগামী ১৬ নভেম্বর পর্যন্ত মিশরে অবস্থান করে ফিলিস্তিনের গাজায় আহত ও শহীদ পরিবারের মাঝে সাহায্য পৌঁছাবেন বলে জানান মাওলানা ওমর ফারুক।
দলটির জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন জেলার সহ-সভাপতি মুফতি ইউসুফ কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা ওসমান গনি, সদর উপজেলা সভাপতি মুফতি মোফাসসের হোসাইন মামুন, সহ-সভাপতি মুফতি আলাউদ্দিন নুরী ও ফুলগাজী উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ বিন হাবীব।



