চট্রগ্রাম মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান ইমাম ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানী ওয়াল হুসাইনী বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতি ও ফরেন রিজার্ভ সমৃদ্ধ করতে সরকারকে প্রবাসীদের প্রতি বিশেষ নজর দিতে হবে। প্রবাসীদের নানা সমস্যা রয়েছে। বর্তমান সরকার ও দূতাবাসগুলো যদি সচেষ্ট হয় তাহলে দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে এবং পাশাপাশি সংস্কারও করতে হবে। কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকারের সময়েও প্রবাসীদের জন্য কোনো সংস্কার চোখে পড়ছে না।’
রোববার (২৩ নভেম্বর) বিকেলে মালয়েশিয়ার কুয়ালালামপুরের সুবাংজায়া মারুফ ও মাসুম গোল্ডেন রোজ কর্তৃক আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
এসময় সভাপতিত্ব করেন মারুফ অ্যান্ড মাসুম গোল্ডেন রোজের চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মাসুম।
এসময় উপস্থিত ছিলেন- মারুফ ও মাসুম গোল্ডেন রোজ এর জেনারেল ম্যানেজার ওমর ফারুক, অপারেশন ম্যানেজার ফারুক আহমেদ, এক্সিকিউটিভ অফিসার কামরুল হাসান, মার্কেটিং ম্যানেজার মোতালেব হোসেন খোকা, অ্যাকাউন্ট অফিসার রাসেল আহমেদ মুন্সী ও মেহেদি হাসান রাতুল, অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স অফিসার বিলকিছ বিথী, কমিউনিটির নেতা আবু কাউছার ভুইয়া।
আরো উপস্থিত ছিলেন- মোহাম্মদ আলী, মো: রায়হান, মো: জামালসহ আরো অনেকে। আলোচনা শেষে দেশ ও বিদেশে সকল মুসলিম উম্মাহ ও প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



