বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফেসবুক পেজে এক বার্তায় শোক জানিয়েছে হাইকমিশন।
শোকবার্তায় বলা হয়, ‘তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধের একজন দৃঢ় প্রবক্তা ছিলেন। মহান আল্লাহর কাছে তার রূহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।



