রাষ্ট্রদূত শামিম আহসান

মালয়েশিয়া ২৪ লাখ শ্রমিক নিয়োগের খবরটি সঠিক নয়

‘আমাদের দেশের দায়িত্বশীল মিডিয়াগুলো প্রবাসীদের নিউজ প্রচার করার ক্ষেত্রে আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল।’

আশরাফুল মামুন, মালয়েশিয়া
মালয়েশিয়া ২৪ লাখ শ্রমিক নিয়োগের খবরটি সঠিক নয় : রাষ্ট্রদূত শামিম আহসান
মালয়েশিয়া ২৪ লাখ শ্রমিক নিয়োগের খবরটি সঠিক নয় : রাষ্ট্রদূত শামিম আহসান |নয়া দিগন্ত

মালয়েশিয়ায় নতুন করে কলিং ভিসায় ২৪ লাখের বেশি বিদেশি কর্মী নিয়োগের যে তথ্য বাংলাদেশের অধিকাংশ মিডিয়া প্রচার করেছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হাইকমিশন কুয়ালামাপুরে, হাইকমিশনার মো: শামীম আহসান।

স্থানীয় সময় (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় করার সময় তিনি এ তথ্য দেন।

তিনি দুঃখ প্রকাশ করে আরো বলেন, আমাদের দেশের দায়িত্বশীল মিডিয়াগুলো প্রবাসীদের নিউজ প্রচার করার ক্ষেত্রে আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল। ভুল তথ্য প্রচার হওয়ায় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দূতাবাসের সাথে যোগাযোগ করলে দূতাবাস বিভ্রান্তকর পরিবেশে পড়ে।

মালয়েশিয়ার মোট জনসংখ্যার ১০ ভাগ বিদেশি কর্মী নিয়োগ হলে ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন হবে, এই বিষয়ে নতুন করে ২০২৫ সালের মধ্যে ২ লাখের বেশি কিছু কর্মীর কোটা অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার সরকার। তবে বাংলাদেশের মিডিয়ায় অন্যভাবে প্রচার হয়েছে।

জনশক্তি রফতানি সংশ্লিষ্টরা জানান, প্রকৃত ঘটনা হচ্ছে, মালয়েশিয়ায় মোট জনসংখ্যার ১৫ শতাংশ পর্যন্ত বিদেশী শ্রমিক নিয়োগ করে থাকে। ওই দেশের জনসংখ্যার হিসাবে ২৪ লাখ ৭৬ হাজার বিদেশে শ্রমিক নিয়োগ করতে পারে। বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ২০ লাখের মতো বিদেশী শ্রমিক কর্মরত রয়েছে। তাদের সংখ্যা বাদ দিলে সাড়ে চার লাখের মতো বিদেশী শ্রমিক সোর্সকান্ট্রিগুলো (১৪টি সোর্স কান্ট্রি) থেকে নেয়ার সুযোগ থাকে। আবার অনেক শ্রমিক মালয়েশিয়া থেকে ভিসা বাতিল করে চলে আসে। ওই সংখ্যা নতুন করে কলিং ভিসার সংখ্যায় যুক্ত হয়। সবমিলিয়ে মালয়েশিয়ায় সোর্স কান্ট্রিগুলো থেকে ৫-৬ লাখ শ্রমিক নেয়ার সম্ভাবনা রয়েছে। এই সংখ্যার মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য খোলা হলে তার একটি অংশ বা কোটা বাংলাদেশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। জনশক্তি রফতানি সংশ্লিষ্টদের মতে ওই সংখ্যা বছরে দুই থেকে আড়াই লাখ পর্যন্ত হতে পারে।