মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশী খেলোয়াড়দের নিয়ে আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬৪ দলের ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের জালান ইপুতে মোনাল রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোবিন ভূইয়া এ তথ্য জানান।
তিনি জানান, আগামী ২১ ডিসেম্বর (রোববার) কুয়ালালামপুরের সান সো লিন ট্রেন স্টেশনের কাছে জালান সুংগাই বিসির ম্যাট্রিক শাটল কোর্টে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
জানা যায়, ‘বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’ নামের ওই টুর্নামেন্টে দ্বৈত ৬৪টি দল অংশ নেবে। টুর্নামেন্টে অংশ নিতে পারবেন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশী যেকোনো নারী-পুরুষ খেলোয়াড়। টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে দল নিবন্ধন করতে হবে।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ দল পাবেন যথাক্রমে ২০০০, ১২০০ ও ৫০০ রিঙ্গিত নগদ অর্থ এবং ট্রফি ও সার্টিফিকেট।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোস্তফা ইমরান রাজুর পরিচালনায় ওই সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: আলী আসগর মিলন, হাফিজুর রহমান লিমন ও জহিরুল ইসলাম হিরন।
এ সময় উপস্থিত ছিলেন মো: মিজান, শাহজাহান আলম, শেখ আরিফুজ্জামান, শেখ শাকিল, বাপ্পি কুমার দাস ও মো: ইকবাল হোসেন।
সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলী আসগর মিলন বলেন, ‘প্রবাসে বাংলাদেশের মহান বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করে নেয়ার উদ্দেশ্যে প্রবাসীদের নিয়ে আমাদের এই টুর্নামেন্ট আয়োজন। আমরা প্রত্যাশা করি, প্রবাসী ব্যাডমিন্টন খেলোয়াড়দের অংশগ্রহণে একটি আকর্ষণীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।’
তিনি আরো বলেন, ‘মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীরা ২১ ডিসেম্বর রোববার ছুটির দিনে মাঠে উপস্থিত থেকে ওই খেলা উপভোগ করতে পারবেন। মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া ওই টুর্নামেন্ট প্রবাসীদের মিলনমেলায় পরিণত হবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার উপস্থিতি প্রবাসীদের বাড়তি আনন্দ দেবে বলে আশা করি।’
টুর্নামেন্টে দল নিবন্ধন ও তথ্যের জন্য যোগাযোগের ঠিকানা : +৬০১৬২৩৪৭২০১ (মোবিন), +৬০১৯৮০৯০১০৮ ( আজগর) ও +৬০১৪২৬৬০০৩৯ (রাজু)।



