মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে সফররত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদ।
সোমবার (৪ আগস্ট) পুত্রজায়ার লিডারশিপ ফাউন্ডেশনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উভয়ের মধ্যে ইসলাম, নেতৃত্ব, শিক্ষা, উম্মাহর অবস্থা এবং বৈশ্বিক মুসলিম চ্যালেঞ্জ নিয়ে গভীর ও ফলপ্রসূ আলোচনা হয় বলে জানান ড. শোয়াইব আহমদ।
তিনি বলেন, ‘ড. মাহাথির একজন কিংবদন্তি রাষ্ট্রনায়ক। তার দূরদর্শিতা ও নীতিনিষ্ঠতা মুসলিম বিশ্বের জন্য অনন্য অনুপ্রেরণা।’
তিনি আরো বলেন, ‘মাহাথির মোহাম্মদ নিছক রাজনীতিবিদ নন; তিনি মানবতার পক্ষে দৃঢ় কণ্ঠ এবং মুসলিম দুনিয়ার অন্যতম অবিভাবক। ফিলিস্তিন ও বিশ্ব মুসলিম ইস্যুতে তার অবস্থান অসাধারণ সাহসিকতার প্রতীক।’
ড. মাহাথিরও বাংলাদেশী এই আলেমের আন্তর্জাতিক পরিমণ্ডলে অবদানের প্রশংসা করেন বলে ড. শোয়াইব আহমদ নিশ্চিত করেছেন। এ সময় উভয়েই মুসলিম ঐক্য, ইনসাফ ও অগ্রগতির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
বিদায়বেলা ড. শোয়াইব আহমদ ড. মাহাথিরের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত ও তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন হয়- সেই কামনা করেন।