মালয়েশিয়ায় পৌঁছেছেন মুমিনুল হক, যোগ দেবেন বিডি এক্সপার্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপে

রোববার (৩১ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে ১৬টি দলের খেলোয়াড়দের অংশগ্রহণে মুমিনুল হক এবং অন্য অতিথিদের উপস্থিতিতে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
কুয়ালালামপুর বিমানবন্দরে মুমিনুল হককে স্বাগত জানানো হয়
কুয়ালালামপুর বিমানবন্দরে মুমিনুল হককে স্বাগত জানানো হয় |নয়া দিগন্ত

মালয়েশিয়াতে এই প্রথম বাংলাদেশী প্রবাসীদের সবচেয়ে বড় আয়োজন বিডি এক্সপার্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৫-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও টেস্ট ম্যাচের সাবেক অধিনায়ক মুমিনুল হক।

শুক্রবার (২৯ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টায় কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে স্বাগত জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সভাপতি মো: সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক আলী আজগর মিলন, সহ-সভাপতি মবিন ভূঁইয়া, সহ-সভাপতি রাফিজ রহমান রাসেল, সহ-সভাপতি সোহাগ আহমেদ, পরিচালক মো: হাফিজুর রহমান লিমন, মো: মিজান, জাহিদ খান, শাহজাহান খান, মো: রফিক, অপু রায়হান, বিডিএফসি’র অধিনায়ক মো: ইকবাল হোসেন।

আগামী রোববার (৩১ আগস্ট) এবং ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিডি এক্সপাট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ চারটি মাঠে পরিচালিত হবে। সেগুলো হলো-ইউকেএম বাঙ্গি (উদ্বোধনী এবং ফাইনাল), কাজাং হাই স্কুল মাঠ, পুত্রজায়া এয়ার কমপ্লেক্স মাঠ, নিলাই মাঠ।

রোববার (৩১ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে ১৬টি দলের খেলোয়াড়দের অংশগ্রহণে মুমিনুল হক এবং অন্য অতিথিদের উপস্থিতিতে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ১৬টি দল চারটি মাঠে ভাগ হয়ে নক আউট পর্ব শুরু হবে। প্রতিটি মাঠ থেকে একটি দল সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করবে।