মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে (৫ আগস্ট) মঙ্গলবার রাতে বাংলাদেশ মিশনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো: সোহেল পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত শিক্ষা নিরীক্ষা অধিদফতরের মহাপরিচালক মো: কামরুল আলম ও সেনাবাহিনীর উপ-অর্থ নিয়ন্ত্রক রাজীব দেবনাথ।
এদিন দিবসটি উপলক্ষে বাংলাদেশ মিশনের গ্যালারিতে প্রথমে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর কোরআন তিলাওয়াত এবং ঢাকা থেকে পাঠানো রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন যথাক্রমে মিশনের তৃতীয় সচিব মো: জিল্লুর রহমান ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান।
অনুষ্ঠানে প্রদর্শিত হয় জুলাই অগণঅভ্যুত্থান ঘিরে নির্মিত একটি প্রামাণ্যচিত্র, যেখানে তুলে ধরা হয় ওই সময়ের প্রবাসী-ছাত্র-জনতার আন্দোলন ও ত্যাগের চিত্র। এতে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, ১৯৭১ সাল থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন দলের শাসনকাল বিশেষ করে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার সময়ের নানা অনিয়ম, অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতন নিয়ে বক্তব্য রাখেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমান।
এছাড়াও আলোচনায় অংশ নেন বিএনপি মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও প্রবাসী বাংলাদেশী নজরুল ইসলাম মামুন ও দুলাল আল মাইজভান্ডারি।
আলোচনা পর্বে মূল বক্তব্য রাখেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো: সোহেল পারভেজ। তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে নিহত সকল শহীদদের।
এরপর প্রবাসী-ছাত্র-জনতার অবিস্মরণীয় ত্যাগ এবং মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের প্রশংসা করেন। একইসাথে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মালদ্বীপের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিসহ মিডিয়া ব্যক্তিত্ব ও দূতাবাস কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শেষে জুলাই-আগস্ট মাসে শহীদদের রূহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।