দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দির্ঘায়ু কামনায় মালয়েশিয়া চৌকিট শাখা বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চৌকিট সকাল-বিকাল রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
চৌকিট শাখা বিএনপির উপদেষ্টা সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র নেতা আনোয়ার পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি তালহা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক মো: কাজী সালাহ উদ্দিন। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আলী খাঁন জুয়েল। শ্রমিক দলের সহসভাপতি কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার আকন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহজালাল, মো: জহির, চৌকিট বিএনপির উপদেষ্টা মনির হোসেন, বিএনপি নেতা রফিক সরকার, আজিজুর রহমান, চৌকিট বিএনপির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর সরদার, সাধারণ সম্পাদক সুমন হোসেন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন মাল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা মো: মিন্টু, মো: সুমন, মোহাম্মদ মিজান প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন সুরাও চৌকিট মসজিদের পেশ ইমাম হাফেজ আশফাক হোসাইন।



