চীনে শহীদ জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

অনুষ্ঠানে বক্তারা জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে তার স্বাধীনতা সংগ্রামে অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং দেশগঠনে তার দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরেন।

চীন প্রতিনিধি
চীনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালন
চীনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালন |নয়া দিগন্ত

চীনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যোগে গুয়াংডং প্রদেশের শেনজেন শহরে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মো: ওয়ালী উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর চীন শাখার বিএনপির নেতা শেখ মাহবুবুর রশীদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মো: হাসমত আলী মৃধা জেমস, এস এম আল-আমিন, মো: সালাউদ্দিন রিক্তা, মনোয়ার মো: বায়েজীদ, মো: রোমান, জসিম উদ্দিন, খোরশেদ আলম অপু, রাসেল আহমেদসহ আরো অনেকে। এছাড়া, ভার্চুয়ালি বক্তব্য রাখেন মো: সাখাওয়াত হোসেন কানন এবং মো: আসিফ হক রুপু।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে তার স্বাধীনতা সংগ্রামে অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং দেশগঠনে তার দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরেন।

দোয়া মাহফিলে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।