মালয়েশিয়ার কেলাং রাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) কেলাং মহানগর শাখা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কেলাং মহানগর বিএনপির সভাপতি মো: জাকির হোসেনের এবং সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি ড. এস এম রহমান তনু, প্রধান বক্তা ছিলেন সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন।
বিশেষ অথিতি ছিলেন মালয়েশিয়া বিএনপির সদস্য মো: জসীম উদ্দিন, কেলাং মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: দ্বীন ইসলাম, সহ-সভাপতি মো: ফারুক, সাধারণ সম্পাদক ইসমাইল মজুমদার, সহ-সভাপতি শাহাদাত হোসেন রানা, সহ-সাধারণ সম্পাদক ওয়াজকরনী ও আনোয়ার পারভেজ।
দোয়া মাহফিলে কামপুং জাওয়া শাখার সভাপতি আবু সাঈদ বাবুল, পান্ডান মারান শাখার সভাপতি মনিরুল ইসলাম, কেলাং শাখার প্রচার সম্পাদক মো: ইউসুফ, শরিফুল ইসলাম, মো: শরিফ মিয়া, মো: আরিফুল ইসলাম মুকুল, মো: লতিফ, শাহিন শেখ, মো: তারেকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মাহফিলে মাদরাসার হাফেজ ছাত্ররা পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওস্তাদ সাঈদ বিন মাজদি বিন মোহাম্মদ।



