প্যারিসে ডিএনসিসি প্রশাসক

স্লোগান নির্ভর শহর নয়, চাই ন্যায্যতার ভিত্তিতে উন্নয়ন

‘পার্টনারশিপ ফর হেলদি সিটিজ ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে বায়ু দূষণ পরিমাপের যন্ত্রসহ বিভিন্নভাবে সহায়তা করছে। এবারের সামিটে সময় ও জনস্বাস্থ্য বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। আমার জন্য এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
প্যারিসের ইন্টারকন্টিনেন্টাল লো গ্রঁ হোটেলে সাংবাদিকদের সাথে কথা বলেন ডিএনসিসি প্রশাসক
প্যারিসের ইন্টারকন্টিনেন্টাল লো গ্রঁ হোটেলে সাংবাদিকদের সাথে কথা বলেন ডিএনসিসি প্রশাসক |ছবি : উল্লাশ আশিক আহমেদ

স্লোগান নির্ভর শহর নয়, ন্যায্যতার ভিত্তিতে উন্নয়নের প্রত্যাশা করে ফ্রান্সের রাজধানী প্যারিসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ‘আমি স্লোগান নির্ভর হেলদি সিটি বা গ্রীন সিটি এসব না বলে ঢাকাকে ন্যায্যতার শহর বানাতে বলছি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যায্যতা নিশ্চিত করতে না পারলে জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।’

শুক্রবার (২১ মার্চ) ফ্রান্সে ব্লুমবার্গ ফিলানথ্রপিজ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ভাইটাল স্ট্র্যাটেজিজ এবং প্যারিস নগর কর্তৃপক্ষের যৌথ আয়োজনে বিশ্বের নগর উন্নয়ন ও জনস্বাস্থ্য বিষয়ে অন্যতম বৃহৎ সম্মেলন ‘পার্টনারশিপ ফর হেলদি সিটিজ সামিট ২০২৫’-এ দ্বিতীয় দিন যোগ দিয়ে বাংলাদেশী সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এতে পার্টনারশিপ ফর হেলদি সিটিজ নেটওয়ার্কের ৬১টি শহরের মেয়র ও প্রতিনিধিরা অংশ নেন।

DNCC-2

মোহাম্মদ এজাজ বলেন, ‘পার্টনারশিপ ফর হেলদি সিটিজ ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে বায়ু দূষণ পরিমাপের যন্ত্রসহ বিভিন্নভাবে সহায়তা করছে। এবারের সামিটে সময় ও জনস্বাস্থ্য বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। আমার জন্য এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘গুলশান-বনানীতে অনেক উন্নয়ন হয়েছে। এবার পিছিয়ে পড়া অংশে নজর দিতে হবে।’

প্যারিসসহ উন্নত বিশ্বের দেশগুলোতে নগর বা সিটি পুলিশ ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সমস্যার ক্ষেত্রে শিগগিরই ব্যবস্থা নেয়াসহ সিটি করপোরেশনের আলাদা পুলিশ ইউনিট থাকা উচিত।’

এছাড়া ছাত্রদের জন্য নগর ছাত্রাবাস, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশ্রাম নেয়ার স্থান এবং শহরজুড়ে পাবলিক টয়লেট বা শৌচাগার স্থাপনের মতো উদ্যোগ নেয়া হচ্ছে বলে তিনি জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্তা

এবারের বার্ষিক পার্টনারশিপ ফর হেলদি সিটিজ সামিটে খাদ্যনীতির জন্য আর্জেন্টিনার কর্ডোবা, বায়ু দূষণ নজরদারির জন্য ব্রাজিলের ফোর্টালেজা, ধোঁয়ামুক্ত স্থানের জন্য যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারকে বিশেষ স্বীকৃতি দেয়া হয়েছে।

সামিটে বিশ্ব স্বাস্থ্য সংস্থারমহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেয়েসুস বলেন, ‘শহরগুলো অসংক্রামক রোগ এবং আঘাতের বিরুদ্ধে লড়াইয়ের প্রথম সারিতে রয়েছে। কর্ডোবা, ফোর্টালেজা এবং গ্রেটার ম্যানচেস্টারে যে অগ্রগতি হয়েছে, তা শুধু সাময়িক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করছে না, বরং অন্যদের অনুসরণের জন্য একটি মডেলও তৈরি করছে।’

তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা শহরগুলোর সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে সকলের জন্য আরো স্বাস্থ্যকর, নিরাপদ এবং সহনশীল সমাজ গড়ে তোলা যায়।’

২০১৭ সালে চালু হওয়া ‘পার্টনারশিপ ফর হেলদি সিটিজ’ একটি বৈশ্বিক নেটওয়ার্ক। বর্তমানে এতে ৭৪টি শহর যুক্ত রয়েছে, যেখানে অসংক্রামক রোগ এবং আঘাত প্রতিরোধে কাজ করা হচ্ছে।

এবারের সম্মেলনে অসংক্রামক রোগ এবং আঘাত প্রতিরোধের সাফল্যের জন্য বিশ্বের তিনটি শহরকে স্বীকৃতি দেয়া হয়েছে। শহর গুলো হলো : আর্জেন্টিনার কর্ডোবা, ব্রাজিলের ফোর্টালেজা এবং গ্রেট ব্রিটেনের গ্রেটার ম্যানচেস্টার।