‘সাবেক ফ্যাসীবাদী সরকার হাসিনার আমলে বিনা অপরাধে দফায় দফায় মামলা দিয়ে কারা নির্যাতন করেছে। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আমি আটক হওয়ার পর আমার পরিবার চার মাস পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করে জানতেই পারেনি আমি কোন জেলে আছি, হাসিনার সরকার কোন জেলে রাখছে।’
মালয়েশিয়া সফরের সময় শুক্রবার (২৫ জুলাই) জুমার পর কুয়ালামাপুরের বুকিত বিনতাংয়ের পিঠাঘরে বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়া শাখা কর্তৃক আয়োজিত আলোচনা ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ।
এসময় মাওলানা জালালুদ্দীন আহমদ আরো বলেন, ‘মুসলমানরা জীবন-জীবিকার উদ্দেশ্যে পৃথিবীর যেখানে থাকুক না কেন, দ্বীন কায়েমের সংগ্রাম থেকে বিরত থাকার সুযোগ নেই, প্রবাসী বাংলাদেশীদেরও উচিত দেশের কল্যাণমুখী ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সচেতন ও সংগঠিত হওয়া।’
তিনি আরো বলেন, ‘সংগঠনের আন্তর্জাতিক কাঠামো শক্তিশালী করতে বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বব্যাপী প্রবাসীদের নিয়ে স্থানীয় শাখা গঠন করছে। এই ধারাবাহিকতায় বিগত এক সপ্তাহ ধরে আমরা সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফর করছি এবং আজ আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়া শাখা গঠন করা হলো আলহামদুলিল্লাহ।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: ইব্রহীম খলিল ও সঞ্চালনা করেন মাওলানা হাবিবুর রহমান কাওছার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ। বক্তব্য রাখেন মাওলানা তাকী উল্লাহ, মাওলানা বদরুদ্দোজা, মাওলানা জহিরুল ইসলাম, হাফেজ রাহাত, নির্বাহী হাফেজ এমদাদ, মোহাম্মদ রাসেল খান, মোহাম্মদ আব্দুল কাদের বাবুল তানভীর, মো: ইমদাদ হোসেন প্রমুখ।
এসময় মাওলানা তকী উল্লাহকে সভাপতি এবং মাওলানা হাবিবুর রহমান কাওসারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট মালয়েশিয়াস্থ বাংলাদেশ খেলাফত মজলিসের কমিটি ঘোষণা করেন দলের মহাসচিব।
দাওয়াতি মজলিস শেষে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।