বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিকেলে কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে কিরন সমর্থকগোষ্ঠী মালয়েশিয়ার উদ্যোগে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এ সময় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মালয়েশিয়া আগমনকে কেন্দ্র করে তাকে বিশেষ সংবর্ধনাও দেয়া হয়েছে।
কিরন সমর্থকগোষ্ঠী মালয়েশিয়ার সভাপতি মো: ইমন হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তালহা মাহমুদ।
কিরন সমর্থকগোষ্ঠী মালয়েশিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দোয়েলের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মতিউর রহমান সাগর, মালয়েশিয়া বিএনপির সহসাধারণ সম্পাদক কাজী মো: সালাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা, প্রচার সম্পাদক বশির আলম, কিরন সমর্থকগোষ্ঠী মালয়েশিয়ার সিনিয়র সহসভাপতি সোহেল মাহমুদ প্রমুখ ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কিরন সমর্থকগোষ্ঠী মালয়েশিয়ার সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ, আক্তার হোসেন, মোহাম্মদ শাকিল, মনির হোসেন, মো: রমজান, আবুল হোসেন, মো: ফয়সল, মজিদ মাল, তালেব মোল্লা, গোলাম মোস্তফা ও রিপনসহ আরো অনেকে। দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: আবু তাহের।