পোস্টাল ভোটদান পদ্ধতি বিষয়ক মতবিনিময় ও বার্ষিক গণশুনানির আয়োজন করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন

হাইকমিশনের মিলনায়তনে মালদ্বীপে বসবাসরত বিভিন্ন শ্রেণীপেশার প্রবাসীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে খুবই উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওমর ফারুক, মালদ্বীপ
বার্ষিক গণশুনানি অনুষ্ঠান
বার্ষিক গণশুনানি অনুষ্ঠান |নয়া দিগন্ত

আসন্ন জাতীয় নির্বাচনে সঠিক প্রক্রিয়ায় পোস্টাল ভোট প্রদান নিয়ে মতবিনিময় ও মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জবাবদিহিতা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘বার্ষিক গণশুনানির’ আয়োজন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) হাইকমিশনের মিলনায়তনে মালদ্বীপে বসবাসরত বিভিন্ন শ্রেণীপেশার প্রবাসীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে খুবই উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনের কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ সদ্য বিদায়ী বছরের বাংলাদেশ মিশনের সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন এবং বড়পর্দায় সদ্য বিদায়ী বছরের কাজের সারসংক্ষেপ উপস্থাপন করেন আঁধার পেরিয়ে মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান।

‘বার্ষিক গণশুনানি’ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার প্রবাসী বাংলাদেশীদের সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস পুনর্ব্যক্ত করেন। একইসাথে মালদ্বীপে প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া বর্তমানে চলমান থাকায় সবাইকে এ সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

এছাড়াও তিনি মালদ্বীপের স্থানীয় আইন-কানুন মেনে চলা, সঠিক প্রক্রিয়ায় পোস্টাল ভোট প্রদান, মিলেমিশে বসবাস এবং ফ্রি ভিসায় মালদ্বীপে না আসার বিষয়ে সবাইকে সতর্ক করেন এবং মালদ্বীপে আগমনের পূর্বে যথাযথ তথ্য যাচাই-বাছাই করেও আসার আহব্বান জানান হাইকমিশনার।

এর আগে হাইকমিশনের ফেসবুক পেজের মাধ্যমে পোস্টাল ভোটদান পদ্ধতি বিষয়ক মতবিনিময় ও ‘বার্ষিক গণশুনানির’ জন্য মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ জানানো হয়। এ ডাকে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসীরা বিভিন্ন সমস্যা হাইকমিশনার এবং মিশনের কর্মকর্তাদের কাছে তুলে ধরেন।

বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনে সঠিক প্রক্রিয়ায় পোস্টাল ভোট প্রদান বিষয়ক সহায়তা, ফ্রি ভিসা রোধ এবং স্থানীয় মুদ্রায় বৈধপথে রেমিট্যান্স পাঠাতে মালদ্বীপে যেকোনো একটি বাংলাদেশের বানিজ্যিক ব্যাংকের শাখা খোলার দাবি জানান তারা। তাৎক্ষণিকভাবে প্রবাসীদের বেশকিছু উত্থাপিত প্রশ্নের সমাধান দেয়ার পাশাপাশি পোস্টাল ভোটদান পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন হাইকমিশনের (শ্রম) কাউন্সেলর মো: সোহেল পারভেজ।

‘বার্ষিক এ গণশুনানির’ মাধ্যমে যেমন প্রবাসী বাংলাদেশীরা সরাসরি হাইকমিশনের কর্মকর্তাদের সাথে তাদের মতামত, সমস্যা ও গঠনমূলক প্রস্তাব তুলে ধরার সুযোগ পেয়েছেন, তেমনি প্রবাসীদের অংশগ্রহণমূলক যোগাযোগ ও উন্নত সেবা পাওয়ার পথও সুগম করবে বলে মত সংশ্লিষ্টদের।