খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে মালদ্বীপে বিএনপির দোয়া মাহফিল

শুক্রবার রাতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মালদ্বীপের রাজধানী মালের একটি রেস্টুরেন্টে বিএনপি মালদ্বীপ শাখার উদ্যোগে আয়োজিত এই জন্মদিন পালন ছিল অনাড়ম্বর।

ওমর ফারুক, মালদ্বীপ
মালদ্বীপে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
মালদ্বীপে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল |নয়া দিগন্ত

মালদ্বীপে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে তার আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলটির মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীসহ সমর্থকরা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন।

শুক্রবার (১৫ আগষ্ট) রাতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মালদ্বীপের রাজধানী মালের একটি রেস্টুরেন্টে বিএনপি মালদ্বীপ শাখার উদ্যোগে আয়োজিত এই জন্মদিন পালন ছিল অনাড়ম্বর। উন্মুক্ত পরিবেশে দলীয়ভাবে কোনো জন্মদিনের কেক কাটার আয়োজন ছিল না।

তবে সব পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় করা হয়। একইসাথে ৭১-এর মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদ এবং ২৪-এর ছাত্র-জনতা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং দেশ ও প্রবাসে জাতির কল্যাণ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, বাবুল হোসেন, মো: ফারুক, আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তব্য রাখেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি খলিলুর রহমান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি আজ অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সুস্থতার জন্য সবার দোয়া অত্যন্ত প্রয়োজন।

এ সময় তিনি বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা চাই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট জনগণকে ফিরিয়ে দিতে। বাংলাদেশের মালিক হচ্ছে দেশের জনগণ। আর বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে।’

তিনি আরো বলেন, ‘একটা মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের বোঝা উচিত বাংলাদেশের মানুষের মুখের ভাষা, যে দেশের মানুষ ২০১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারেনি। জনগণ চায় সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে স্থিতিশীল বাংলাদেশ। যে বাংলাদেশে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবে।’