মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদকে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি বই ‘আর্ট অব ট্রায়াম্প’ উপহার দিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. নাজমুল ইসলাম।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় দেশটির সর্ববৃহৎ শিক্ষামেলা ভারা এক্সপো-২০২৫ এর উদ্বোধনীয় অনুষ্ঠান শেষে এ উপহার তুলে দেন তিনি।
এসময় উভয়ের মধ্যে সংক্ষিপ্ত আলোচনায় ফার্স্ট লেডি, মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং বিভিন্ন ধরণের বৃত্তি প্রদানের জন্য বাংলাদেশ এবং হাইকমিশনারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে দেশটির মানবসম্পদ উন্নয়নে সহায়তার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতির প্রশংসা করেন এবং এই ধরনের প্রচেষ্টা দুই দেশের মধ্যে বন্ধুত্বসহ পারস্পরিক বিকাশের সেতুবন্ধনকে আরো শক্তিশালী করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
মালদ্বীপের তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার পাশাপাশি ক্যারিয়ার গঠনের সুযোগ করে দিতে দেশটিতে শুরু হয়েছে সর্ববৃহৎ শিক্ষামেলা ভারা এক্সপো-২০২৫। দেশটির হুলহুমালে সেন্ট্রাল পার্কে শুরু হওয়া এই মেলার আয়োজন করেন দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনার ড. নাজমুল ইসলাম।
তিন দিনব্যাপী আয়োজিত এ মেলায় ৬০টিরও বেশি স্টলের সমন্বয়ে অংশ নিয়েছেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ, সৌদি আরব, ভারত, মালেশিয়া, শ্রীলঙ্কা ছাড়াও বিশ্বের আরো অনেক দেশ।
এ মেলায় বাংলাদেশ হাইকমিশন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় উচ্চশিক্ষা বাস্তুতন্ত্র এবং প্রশিক্ষণ সুবিধা প্রদর্শন করে, যার ফলে দেশের অ্যাকাডেমিক উৎকর্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের স্টলে দেশের শিক্ষার সুযোগের সাতটি প্রধান ক্ষেত্র সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
যার মধ্যে রয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানগুলি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রোগ্রাম এবং গবেষণার সুযোগ প্রদান করে, যা মালদ্বীপের শিক্ষার্থীদের এবং দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের জন্য চমৎকার সম্ভাবনা প্রদান করে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাজিদা মোহাম্মদ মেলার প্রদর্শনীতে বিভিন্ন স্টলের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনের স্টলও পরিদর্শন করেন। এসময় মালদ্বীপের ফার্স্ট লেডিকে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি বই ‘আর্ট অব ট্রায়াম্প’ উপহার দেন হাইকমিশনার।
পরে হাইকমিশনার ড. মো: নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপের ফার্স্ট লেডিকে ‘দ্য আর্ট অফ ট্রায়াম্ফ’ শিরোনামের একটি শিল্পকলা বই উপহার দেন, যা দেশের শিক্ষার শক্তি, স্থিতিস্থাপকতা এবং সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। ৫ আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় গণতন্ত্র ও ন্যায়বিচার সমুন্নত রাখার ক্ষেত্রে বাংলাদেশের যুবসমাজের অনুপ্রেরণামূলক ভূমিকার কথা মালদ্বীপের ফার্স্ট লেডির কাছে এ বইয়ের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এবং শিক্ষা, সচেতনতা এবং নৈতিক সাহস কীভাবে একটি জাতির ভাগ্য গঠন করতে পারে তা তুলে ধরেন হাইকমিশনার।
সংশ্লিষ্টদের মতে, মালদ্বীপের এ সর্ববৃহৎ ভারা এক্সপো-২০২৫ এ হাইকমিশনের অংশগ্রহণ বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে স্থায়ী অংশীদারিত্বের প্রতিফলিত হবে, যা দু’দেশের মধ্যে মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, শিক্ষা ও যুব ক্ষমতায়নের মাধ্যমে আরো অগ্রগতি হবে।
মেলার প্রথম দিনে বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় আগ্রহী ও ক্যারিয়ার গঠনের লক্ষে শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ তরুণ পেশাজীবীদের ভিড়ে মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে উৎসবমুখর। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা শেষ হবে শনিবার রাত ১২টায়।



