মালদ্বীপের রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫। এতে মালদ্বীপ বিএনপি, সহযোগী ও অঙ্গসংগঠনের সর্বস্থরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) রাতে বিএনপি মালদ্বীপ শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম।
অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনায় সভাপতি মো: খলিলুর রহমান ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব, দেশপ্রেম ও উন্নয়নমূলক অবদান স্মরণ করেন।
এসময় তিনি বলেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে।‘ দেশ ও প্রবাসের সকল নেতাকর্মীদের এ ঘোষিত প্রার্থীর হয়ে, তাদের বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন দলটির মালদ্বীপ শাখার সহ-সভাপতি হোসেন সুমন, শাহ্ আলম, এমরান হোসেন তালুকদার, মো: ফারুক,শাহ আলম, আবদুর রহিম, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম, দফতর সম্পাদক ওমর ফারুক অনিক, সহ দফতর সম্পাদক আবদুল মান্নান, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মুন্না প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,৭ নভেম্বর একটি ঐতিহাসিক দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যে বিপ্লব হয়েছিল, তা আমাদের অনুপ্রেরণার উৎস। আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী শক্তিকে সেই চেতনায় এগিয়ে যাবো।
সভা শেষে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দেশে ফেরার জন্য দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন দলটির ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।



