বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আলোচনা সভা

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঐতিহাসিক ফরায়েজি আন্দোলনের পথিকৃৎ হাজী শরিয়তুল্লাহর সপ্তম বংশধর পীরজাদা মাওলানা হানজালা।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঐতিহাসিক ফরায়েজি আন্দোলনের পথিকৃৎ হাজী শরিয়তুল্লাহর সপ্তম  বংশধর পীরজাদা মাওলানা হানজালা
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঐতিহাসিক ফরায়েজি আন্দোলনের পথিকৃৎ হাজী শরিয়তুল্লাহর সপ্তম বংশধর পীরজাদা মাওলানা হানজালা |ছবি : নয়া দিগন্ত

মালয়েশিয়ায় বাংলাদেশী প্রবাসীদের সংগঠন বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোবববার রাজধানী কুয়ালালামপুরের ফাইভ স্টার হোটেলে জি টাওয়ারের বলরোমে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী মো: মনির মিজির সভাপতিত্বে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো: রিসাদ বিন আবদুল্লাহ এবং সঞ্চালনা করেন মোহাম্মদ উল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঐতিহাসিক ফরায়েজি আন্দোলনের পথিকৃৎ হাজী শরিয়তুল্লাহর সপ্তম বংশধর পীরজাদা মাওলানা হানজালা।

সভায় বিশেষ অথিতি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: মোরাদ হেসেন, দাতু সেরী হাজী মো: জেম, এজেন্সি পাকিরজান এইচ ম্যানেজমেন্টের হাজী হোসেন আলী।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম কমিউনিটির নুর আফসার, মো: জুয়েল, মো: কামারুজ্জামান, মো: শাহিন, জে আলম, আ: কারিম, আ: আহাদ, আ: ওহাব, মোকাম্মেল হোসেন, মো: তরিকুল, মো: মিঠুনসহ আরো অনেকে। এ সময় আমন্ত্রিত অথিতিবৃন্দকে ক্রেস্ট দিয়ে সম্মাননা দেয়া হয়।

আলোচনা শেষে সমগ্র মুসলিম উম্মাহ ও গাজায় ফিলিস্তিনের কল্যাণ কামনা এবং শহীদদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।