দেশের সীমানা ছাড়িয়ে আবহমান বাংলার পহেলা বৈশাখ উদযাপন করলো চীনে অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা। আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি, সঙ্গীত, দেশীয় খাবার, নৃত্য ও কবিতার মাধ্যমে চীনা ও আন্তর্জাতিক অতিথিদের মাঝে বাংলাদেশের ঐতিহ্যকে উপস্থাপন করা হয়।
গত শনিবার ‘বাংলাদেশ কমিউনিটি নানচিং’-এর উদ্যোগে নানচিং কালচার এসোসিয়েশন সেন্টারে এই সুসজ্জিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশী শিক্ষার্থী ফাহমিদা গয়না এবং লাভলি আক্তার -এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন আহনাফ তাহমিদ আনন।
পরিবেশনায় ছিল- বাংলা ও চীনা ভাষায় গান পরিবেশন, বাংলাদেশের ঐতিহ্যবাহী নৃত্য প্রদর্শন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা পাঠ এবং বাংলাদেশী ও চীনা সংস্কৃতির মেলবন্ধন নিয়ে হাস্যরসাত্মক অভিনয়।
পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- আহনাফ তাহমিদ আনন, আসিক আল সাদি, মোহাম্মদ শামীম, আবিদা রাইসা, আবীদ মো: রাজীব, রাকিবুল ইসলামসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শেষে অতিথিদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। এছাড়াও, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।