মালয়েশিয়ায় ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (ইউপিএম) বাংলাদেশী শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এনটিভি পিঠা উৎসব-২০২৫।
আজ বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের জি-টাওয়ার হোটেলের হলরুমে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশীরা।
বাংলাদেশী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইউপিএম (বিএসএইউপিএম) আয়োজিত এ উৎসব প্রবাসে থেকেও বাঙালির শেকড়, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণের এক মিলনমেলায় পরিণত হয়। শতাধিক বাহারি ও ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শনের মাধ্যমে বাংলার গ্রামীণ সংস্কৃতি ও খাবারের ঐতিহ্য তুলে ধরেন উদ্যোক্তা ও শিক্ষার্থীরা।
বিএসএইউপিএমের সিনিয়র সহ-সভাপতি রাশনী উমাইয়া গাজীর সভাপতিত্বে ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: জুবায়ের হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি, চিত্রনায়িকা সিমলা ও সুবা, কণ্ঠশিল্পী তামান্না হক এবং বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সহ-সভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান।
পিঠা উৎসবে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এস এম আশিবুর হাসনাত সাদী, সভাপতি ইমরান ফরহাদসহ ইউপিএম, বিয়াম, বিএসওএম, বিএসইউএম-এর শিক্ষার্থী ও কমিটির সদস্যরা। মালয়েশিয়ার ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবে অংশ নেন।
অনুষ্ঠানে মালয়েশিয়ায় প্রবাসীদের বিশেষ অবদান ও বিভিন্ন সংগঠনের কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। সাংস্কৃতিক পর্বে গান ও নৃত্য পরিবেশন করেন বাংলাদেশী শিক্ষার্থীরা।
উল্লেখ্য, অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি। উপস্থিত সবাই আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।