চীনে বর্ণাঢ্য ড্রাগন বোট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নিয়ে হাজারো দর্শক ও প্রতিযোগী রঙিন নৌকা বাইচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় খাবারের মাধ্যমে চীনের প্রাচীন সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানান।

চীন প্রতিনিধি
নানছাং শহরের চিওলং লেকে ড্রাগন বোট ফেস্টিভ্যাল
নানছাং শহরের চিওলং লেকে ড্রাগন বোট ফেস্টিভ্যাল |নয়া দিগন্ত

চীনের চিয়াংশি প্রদেশের নানছাং শহরে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ড্রাগন বোট ফেস্টিভ্যাল উদযাপিত হয়েছে। অন্যতম জনপ্রিয় এই প্রাচীন উৎসবটি প্রতি বছর চন্দ্রবর্ষের পঞ্চম মাসে সারা দেশে পালিত হয়।

২৩ থেকে ২৪ মে জমকালো উৎসবটি নানছাং শহরের চিওলং লেকের মনোরম পরিবেশে আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নিয়ে হাজারো দর্শক ও প্রতিযোগী রঙিন নৌকা বাইচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় খাবারের মাধ্যমে চীনের প্রাচীন সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানান।

চীনে বর্ণাঢ্য ড্রাগন বোট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

উৎসবে গান, নাচ ও ড্রাম পরিবেশনার পাশাপাশি শিশুদের হাতে রঙিন সুতা বাঁধা, সুগন্ধী থলে তৈরি ও ড্রাগন নাচের প্রদর্শনী দেখা গেছে। এছাড়াও, উৎসবের নিরাপত্তায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবক সদস্য।

উৎসবে ১২টি দেশ ও অঞ্চলের ৫০টি দল নৌকা বাইচে অংশগ্রহণ করে। তাছাড়া, চিয়াংশি প্রদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দেশি-বিদেশি শিক্ষার্থী এবং স্থানীয় হাজার হাজার সাধারণ মানুষ এই উৎসব উপভোগ করে।

Topics