প্যারিসে ইসি সানাউল্লাহ

প্রবাসীদের ভোট দেয়ার অধিকার বাস্তবায়নে ইসি বদ্ধপরিকর

‘প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা নেয়া হচ্ছে।’

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসি সানাউল্লাহ
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসি সানাউল্লাহ |নয়া দিগন্ত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট দেয়ার অধিকার বাস্তবায়নে ইসি বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো: সানাউল্লাহ।

তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা নেয়া হচ্ছে।’

বুধবার (১ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্যারিসের অভিজাত ১৬তম অ্যারোডিন্সমেন্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।

নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেসের (আইডিইএ) দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীও সভায় উপস্থিত ছিলেন।

ইসি সানাউল্লাহ বলেন, ‘প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন বিশ্বজুড়ে একটি ‘চ্যালেঞ্জিং’ প্রক্রিয়া হিসেবে পরিচিত। আমরা ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তাদের অভিজ্ঞতা জানতে আলোচনা করেছি। এছাড়া বিশ্বের অন্যান্য দেশের সাথেও আলাপ করে আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার নিশ্চিত করতে গুরুত্বের সাথে কাজ করছি।’

তিনি বলেন, ‘অনলাইন ভোটিং নিয়ে অনেক প্রস্তাব এলেও বিশ্বজুড়ে এটি এখনো নিরাপদ এবং গ্রহণযোগ্য মডেল হিসেবে স্বীকৃতি পায়নি। তাই আপাতত আগামী নির্বাচনে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট আয়োজনের লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চলছে। আগামী নভেম্বর মাসের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি অ্যাপ চালু করা হবে। এর মাধ্যমে নিবন্ধিত ভোটাররা কমিশনের কাছে ব্যালটের জন্য আবেদন করতে পারবেন।’

তিনি ব্যাখ্যা করেন, পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ব্যালট পেপার গ্রহণ থেকে শুরু করে ফেরত পাঠানোর সম্পূর্ণ প্রক্রিয়া ট্র্যাক করা যাবে। বিদেশ থেকে পাঠানো ব্যালট পেপার সরাসরি প্রবাসীদের নিজ নিজ আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যাবে।

সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা ও বডিওর্ন ক্যামেরার বিষয়ে করণীয় কিছু নেই বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠির প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আপাতত বাজেট ও কারিগরি জটিলতা বিবেচনায় আমরা এটিকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মনে করছি না।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সকল বাধা মোকাবেলা করে প্রবাসীদের ভোট দেয়ার অধিকার বাস্তবায়নে ইসি বদ্ধপরিকর।’

মতবিনিময় বৈঠকে স্থানীয় কমিউনিটি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, বাংলাদেশী নাগরিক পরিষদ ফ্রান্স শাখার সভাপতি আবুল খায়ের লস্কর এবং সংগঠনের উপদেষ্টা জালাল আহমদ, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোশিয়েশন (এফবিজেএ)-এর সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা এলায়েন্সের আঞ্চলিক সংগঠক ইশতিয়াক আকিব এবং ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ আব্দুল মালেক প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিফেন্স এটাসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এসইউপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি), দূতাবাসের মিশন উপ-প্রধান কাজী এহসানুল হক, দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোশিয়েশন (এফবিজেএ)-এর মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ফ্রান্স শাখার সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম ও যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ।

এছাড়াও ফ্রান্সে বসবাসরত বিভিন্ন পর্যায়ের বাংলাদেশী নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম।