মালয়েশিয়ায় আপন চাচাকে হত্যার দায়ে বাংলাদেশীর ১৫ বছরের জেল বহাল

আদালত আরো জানান যে, আল আমিনের পারিবারিক পরিস্থিতি বিবেচনা করা হলেও একজন মানুষের জীবন কেড়ে নেয়া একটি গুরুতর অপরাধ, যার জন্য এই সাজা যথাযথ ও আনুপাতিক। ফলে আল আমিনকে গ্রেফতারের তারিখ থেকেই এই ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
মালয়েশিয়ার উচ্চ আদালত
মালয়েশিয়ার উচ্চ আদালত |ছবি : নয়া দিগন্ত

মালয়েশিয়ায় ঝগড়ার জেরে আপন চাচাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে দণ্ডিত এক বাংলাদেশী নাগরিকের আপিল আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির উচ্চ আদালত। এর ফলে কুয়ালালামপুর হাইকোর্ট কর্তৃক প্রদত্ত ১৫ বছরের কারাদণ্ড বহাল থাকল। দণ্ডিত ব্যক্তির নাম আল আমিন (৪১)।

ঘটনার প্রেক্ষাপট মামলার বিবরণ অনুযায়ী, ঘটনাটি ঘটে ২০২১ সালের ৪ এপ্রিল কুয়ালালামপুরের সেন্টুলের জালান ইপো এলাকার একটি নাপিত দোকানের পেছনের অংশে। সেদিন বিকেলে আল আমিন এবং তার চাচা ইসলাম মাহাবুল (যিনি তার রুমমেটও ছিলেন) রাতের খাবারের জন্য পেঁয়াজ কাটছিলেন। পেঁয়াজ কাটার সময় আল আমিনকে উদ্দেশ করে তার চাচার করা কিছু মন্তব্যের জেরে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

আল আমিনের ভাষ্যমতে, তার চাচা প্রথমে তাকে একটি রঙের খালি কৌটা দিয়ে ঢিল মারেন এবং পরে ঝাড়ু দিয়ে আঘাত করেন। ধস্তাধস্তির একপর্যায়ে আল আমিনের হাতে থাকা পেঁয়াজ কাটার ছুরিটি চাচার বুকে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় ইসলাম মাহাবুল একটি চেয়ারে বসে নিজের বুক চেপে ধরেন এবং পরে সেখানেই তার মৃত্যু হয়। ওই রাতেই পুলিশ আল আমিনকে গ্রেফতার করে।

আইনি প্রক্রিয়া ও রায় প্রাথমিকভাবে আল আমিনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগ আনা হয়েছিল। তবে পরবর্তীকালে প্রসিকিউশন তার আবেদন গ্রহণ করে অভিযোগটি পরিবর্তন করে ৩০৪(এ) ধারায় (অসাবধানতাবশত মৃত্যু ঘটানো) নিয়ে আসে। এই ধারায় আল আমিন নিজের দোষ স্বীকার করেন।

সাজা কমানোর আরজিতে আল আমিন আদালতে জানান, তিনি দুই সন্তানের বাবা এবং পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য তার সাজার মেয়াদ কমানো প্রয়োজন। তিনি আরো দাবি করেন যে, হত্যার কোনো উদ্দেশ্য তার ছিল না।

আপিল বিভাগের পর্যবেক্ষণ বিচারপতি আহমদ জাইদি ইব্রাহিম, মোহামেদ জাইনি মাজলান এবং নুরিন বদরুদ্দিনের সমন্বয়ে গঠিত তিন সদস্যের আপিল বেঞ্চ আল আমিনের আবেদনটি খারিজ করে দেন। বিচারপতি জাইনি তার রায়ে উল্লেখ করেন, ‘সাধারণত এই ধরনের অপরাধের ক্ষেত্রে সাজার মেয়াদ ১৮ থেকে ২০ বছর পর্যন্ত হয়ে থাকে। সেই তুলনায় হাইকোর্টের দেয়া ১৫ বছরের কারাদণ্ড মোটেও অত্যধিক নয়, বরং কিছুটা কম। জনস্বার্থের কথা বিবেচনা করে হাইকোর্ট যে রায় দিয়েছেন, তাতে হস্তক্ষেপ করার কোনো কারণ আমরা দেখছি না।’

আদালত আরো জানান যে, আল আমিনের পারিবারিক পরিস্থিতি বিবেচনা করা হলেও একজন মানুষের জীবন কেড়ে নেয়া একটি গুরুতর অপরাধ, যার জন্য এই সাজা যথাযথ ও আনুপাতিক। ফলে আল আমিনকে গ্রেফতারের তারিখ থেকেই এই ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।