দক্ষিণ কোরিয়ায় দুর্ঘটনায় আহত ৩ বাংলাদেশী শিক্ষার্থী আইসিউতে

৯ দিনেও ফেরেনি জ্ঞান

গত ২৭ আগস্ট দক্ষিণ কোরিয়ার ওনজু শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় তারা আহত হন। আহত তিনজনই ওনজু শহরের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
বন্ধু আয়মান ও হাসিবুল
বন্ধু আয়মান ও হাসিবুল |নয়া দিগন্ত

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন কুমিল্লার তিন শিক্ষার্থী।

শুক্রবার (৫ আগস্ট) এ তথ্য জানান আহতদের পরিবারের সদস্যরা।

আহতরা হলেন- কুমিল্লার দেবিদ্বার পৌর ফতেহাবাদ গ্রামের স্কুলশিক্ষক নান্নু মিয়ার ছেলে রাজিদ আয়মান (২০), উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী গ্রামের ওমর ফারুক চৌধুরীর ছেলে হাসিবুল হাসান চৌধুরী (২১) ও বুড়িচং উপজেলার শিহাব (২২)।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট দক্ষিণ কোরিয়ার ওনজু শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় তারা আহত হন। আহত তিনজনই ওনজু শহরের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। এদিকে ভর্তির নয় দিন পার হলেও কারো জ্ঞান ফেরেনি বলে জানা গেছে।

এদিকে আয়মান ও হাসিবুল শৈশব থেকেই একসাথে বড় হয়েছেন। পড়ালেখা থেকে শুরু করে কাপড়চোপড়েও মিল ছিল দুই বন্ধুর। অবশেষে মেধার স্বাক্ষর রেখে ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ার কিউংডং বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগে ভর্তি হন তারা। বিদেশে উচ্চশিক্ষা অর্জন করে পরিবার ও দেশের জন্য কাজ করার স্বপ্ন ছিল তাদের। তবে মর্মান্তিক দুর্ঘটনায় যেন থমকে গেছে তাদের সেই স্বপ্ন। দুর্ঘটনায় পরিবারসহ এলাকাজুড়ে উৎকণ্ঠা বিরাজ করছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারগুলো।