ইউরোপ মহাদেশের ইতালিতে সাগর বালা (অভি) নামে মাদারীপুরের রাজৈরের এক যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে ইতালির পুলিশ। অভির মৃত্যুর সংবাদে স্বপরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত সাগর বালা অভি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের হতদরিদ্র কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সাগর বালা অভি আড়াই বছর পূর্বে লোন করে ভাগ্যের চাকা ঘুরাতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায়। তিনি দুই বছর ধরে সেখানকার একটি হোটেলে কাজ করতেন। সাগর বালা অভি বেশ কিছু দিন ধরে নিখোঁজ ছিলেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগর বালার খণ্ডিত লাশ উদ্ধার করে ইতালির পুলিশ।পরে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাগর বালা অভির মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছালে আত্নীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ছুরিকাঘাতে সাগরকে হত্যা করা হয়েছে। অতপর, খুনীরা কালো একটি ব্যাগে তার লাশ লুকিয়ে রাখে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আত্নীয়-স্বজনরা ও এলাকাবাসী।
এদিকে নিহত সাগর বালার বাবা কুমোদ বালা হত্যার ঘটনার প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিভিন্ন স্থানে তল্লাশিসহ ইতালিয়ান পুলিশ কাজ শুরু করেছেন।
তিনি আরও জানান, লাশের নিকট থেকে সেখানকার পুলিশ তার ছেলের ব্যবহার করা একটি বৈদ্যুতিক বাইসাইকেলও উদ্ধার করেছেন।
ইতালিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি।’
তিনি আরও বলেন, ‘লাশ দেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে সকল ধরনের সহায়তা করা হবে।’