একদিন টাঙ্গাইল থেকেও ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারে : ড. আব্দুল বারী

‘ব্রিটেনে আমাদের ভবিষ্যত প্রজন্ম যেন ভালো পেশায় ওপরে উঠে টাঙ্গাইলের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে সেই চেষ্টা আমাদের করতে হবে।’

মাহবুব আলী খানশূর, লন্ডন (যুক্তরাজ্য)
শিক্ষাবিদ ড. আব্দুল বারী
শিক্ষাবিদ ড. আব্দুল বারী |নয়া দিগন্ত

টাঙ্গাইলে জন্ম নেয়া ব্রিটিশ বাংলাদেশী পদার্থবিদ ও শিক্ষাবিদ ড. আব্দুল বারী এমবিই বলেছেন, বহুজাতিক সংস্কৃতির দেশ ব্রিটেনে প্রধানমন্ত্রী পদটি বিভিন্ন দেশ থেকে আগত ব্রিটিশ নাগরিকদের হওয়ার নজির আছে। তাই বাংলাদেশের টাঙ্গাইল থেকেও ভবিষ্যতে ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা বলা যায় না। আর এই ব্রিটেনে আমাদের ভবিষ্যত প্রজন্ম যেন ভালো পেশায় ওপরে উঠে টাঙ্গাইলের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে সেই চেষ্টা আমাদের করতে হবে। এসব চেষ্টা করতে আমাদের ছেলে-মেয়েদের শিক্ষার মান বাড়াতে হলে মোবাইলের ক্ষতিকর দিক থেকে তাদেরকে দূরে রাখা অতি জরুরি। বাবা-মায়ের দায়িত্বের মধ্যে মোবাইল ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে।

শনিবার (৩০ আগস্ট) লন্ডনের ইমপ্রেশন হলে অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা সমিতি ইউকে’র ২০২৫-২০২৭ এর কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অত্যন্ত প্রাণবন্ত ও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সমিতির ১৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ‘হৃদয়ে টাঙ্গাইল’ শিরোনামে একটি স্মরণিকা প্রকাশ করে সমিতি সদস্যদের হাতে তুলে দেয়া হয়। তার আগে সমিতির প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম সহিদ কার্যকরী কমিটির সদস্যদের সাথে উপস্থিত টাঙ্গাইলবাসীর পরিচয় করিয়ে দেন।

অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি মো: ফাইজুর রহমান শাজাহান, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাইফুর রহমান টিটু, শিবলী সহিদ খোশনোবিশ ও শামীমা নাসরিন তন্নী, সৈয়দ আব্দুল আহাদ সবুজ, কামরুল ইসলাম সৈকত।

UK

অনুষ্ঠানে শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা মনোয়ার মোহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ প্যারেন্টিং কনসালটেন্ট ড. আব্দুল বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী জাহিদুল ইসলাম জাহিদ, প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম সহিদ, বীর মুক্তিযোদ্ধা হাজী ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলীম খান, বীর মুক্তিযুদ্ধ অধ্যাপক শামসুল হুদা ও বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান খোশনবীশ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতা, আমন্ত্রিত অতিথি এবং অন্যান্য সামাজিক সংগঠনের নেতারা।

প্রবাসে টাঙ্গাইল জেলা সমিতি ইউকে’র ঐক্য, শক্তি এবং সাংগঠনিক প্রজ্ঞা আরো সুদৃঢ় হবে উপস্থিত অতিথিরা মনে করেন। অনুষ্ঠানটি একটি মাইলফলক হয়ে থাকবে টাঙ্গাইল জেলা সমিতির সাংগঠনিক ইতিহাসে।

জমকালো এই আয়োজনে শিক্ষণীয় বিষয়গুলোর মধ্যে হচ্ছে, টাঙ্গাইল জেলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরে হৃদয়ে টাঙ্গাইল সংকলন প্রকাশ, শিশু শিল্পী আরিশা আনফিসা খানের প্রামাণ্য চিত্র প্রদর্শন, স্কুল-কলেজে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য শিক্ষার্থীদেরকে মেডেল প্রদান ও টাঙ্গাইল জেলা সমিতি ইউকের নেতাদেরকে সন্মাননা স্মারক প্রদান এবং সমিতির দু’জন মৃত সদস্যদের প্রতি মরণোত্তর সন্মাননা ক্রেস্ট প্রদান।

সমিতি তার অতীত ও বর্তমান গঠনমূলক ভালো কাজগুলো অব্যাহত রেখেছে, যার মধ্যে আইবিবিএস বাংলা স্কুল এর সাথে পার্টনারশিপে বাচ্চাদের বাংলা শেখানো উল্লেখযোগ্য, এ জাতীয় কাজগুলো আগামীতেও চলমান থাকবে বলে অনুষ্ঠানে কার্যকরী কমিটির নেতারা উল্লেখ করেন।

জমকালো এই অভিষেক আয়োজনকে সফল ও স্মার্থক করে তোলার জন্য, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, অর্থনৈতিক সহযোগিতা করেছেন এবং সংগঠনের বর্তমান কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ প্রতিটি সম্পাদক মণ্ডলীর সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, স্পন্সর ও সংশ্লিষ্ট সকলকে করতালির মাধ্যমে অনুষ্ঠানে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিল প্রাণবন্ত অনুভূতি ও উল্লাস।