মালয়েশিয়ায় কামপুং জাওয়া শাখা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বাদ আছর সেলাঙ্গর রাজ্যের শাহআলম কামপুং জাওয়া টারমোস্ট্যাট বায়তুন নাজাত মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
কামপুং জাওয়া শাখার বিএনপির সভাপতি মো: আবু ছায়েদ বাবুলের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, কাজী সালাউদ্দিন, দফতর সম্পাদক আমিনুল ইসলাম রতন, যুবদলের সভাপতি পদ প্রার্থী মো: জসিম উদ্দিন। কামপুং জাওয়া শাখা বিএনপির সহ-সভাপতি এনামুল হক আমির, সালাম দেওয়ান পাখি, সাধারণ সম্পাদক কবির উদ্দিন পাঠান, সহ-সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, নাইমুল আবেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক রুমান ব্যাপারী, শাহাদাত হোসেন রানা, মো: মিলন মিয়া, মো: হিরণ মিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন কামরুল মল্লিক, বাবুল মাঝি, কেলাং বিএনপির সভাপতি মো: জাকির হোসেন, পান্তা মারান বিএনপির সভাপতি মনির হোসেন, আসাদুজ্জামান মাসুম, মিরাজ মাঝি, শাহিন আলম, শরিফুল ইসলাম, সারোয়ার আলম সজীব, মো: এরশাদ, আমিরুল ইসলাম বাচ্চু, আশরাফুল হক, মো: মোস্তফা, রাশেদুল ইসলাম, মো: মুকুল, মকবুল মোল্লা, মো: শাহাদাত ব্যাপারী, রিপন দেওয়ান, আলমগীর মিঝি, মো: তারেক, জয়নাল মাঝি, মো: রিপন, হোসেন মোল্লা।
এ সময় পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাইতুন নাজাত জামে মসজিদের খতিব হাফেজ ক্নারী মাওলানা মো: শাহপরান।



